বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলারংপুরে প্রথম দিন ভ্যাকসিন নিচ্ছেন সিটি মেয়র, স্বাস্থ্য পরিচালক, জেলা প্রশাসক, সিভিল...

রংপুরে প্রথম দিন ভ্যাকসিন নিচ্ছেন সিটি মেয়র, স্বাস্থ্য পরিচালক, জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ প্রায় ৮শ জন

জয়নাল আবেদীন: বিভাগীয় নগরি রংপুরে প্রথম দিন রোববার ভ্যাকসিন নিচ্ছেন সিটি মেয়র, স্বাস্থ্য পরিচালক,রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ জেলা প্রশাসক, সিভিল সার্জন সহ প্রায় ৮শ জন ।, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। রবিবার সকালে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান এর উদ্ধোধন করার কথা রয়েছে। রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান শনিবার বিকেলে সাংবাদিকদের জানান,রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালক ডা. আহাদ আলী, রংপুুুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নূরুন্নবী লাইজু জেলা প্রশাসক আসিব আহসান, এবং সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় উপস্থিত থেকে করোনা ভ্যাকসিন গ্রহণ করবেন। গত ৩১ জানুয়ারি সকালে ভ্যাকসিনবাহি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজার ভ্যানটি জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়।এ সময় সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা ভ্যান থেকে ভ্যাকসিনের ১৭টি কার্টন নামিয়ে ইপিআর স্টোরে সংরক্ষণ করেন। জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, ঢাকা থেকে ফ্রিজার ভ্যানে পাঠানো টিকার ১৭টি কার্টন কোল্ড চেইন মেইনটেইন করে ইপিআই স্টোরের আইএলআর ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে। প্রতি কার্টনে এক হাজার ২শ ভায়াল এবং প্রতি ভায়ালে ১০টি করে ডোজ রয়েছে। ডসভিল সার্জন জানান, রংপুরে প্রথম ধাপে ৭ উপজেলায় সাতটি এবং সিটি কর্পোরেশনের ছয়টি বুথের মাধ্যমে রবিবার থেকে টিকা প্রয়োগ শুরু হবে। সিটির ভেতরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং উপজেলাগুলোতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসব টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে আরও ডোজ আসলে নিয়ম মাফিক এসব টিকা দেয়া হবে। স্বাস্থ্যকর্মী, পুলিশ, মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে। টিকা দেয়ার কাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ভ্যাকসিন পেতে অনলাইনে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া ভ্যাকসিন গ্রহণ করা যাবে না। এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিভাগের দিনাজপুর জেলায় আট কার্টন, কুড়িগ্রামে পাঁচ কার্টন, লালমনিরহাটে তিন কার্টন, গাইবান্ধায় ছয় কার্টন, নীলফামারীতে পাঁচ কার্টন, পঞ্চগগড়ে দুই কার্টন এবং ঠাকুরগাঁওয়ে চার কার্টন সরবরাহ করা হয়েছে। রংপুরসহ বিভাগের অন্য সাত জেলাতেও একইসঙ্গে রবিবার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments