শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় এমপি প্রিন্সকে টিকা দিয়ে কার্যক্রম উদ্বোধন

পাবনায় এমপি প্রিন্সকে টিকা দিয়ে কার্যক্রম উদ্বোধন

কামাল সিদ্দিকী: সারা দেশের ন্যায় পাবনায় আজ রোববার পাবনা জেনারেল হাসপাতাল চত্বরে মহামারি করোনা প্রতিরোধের টিকা প্রয়োগ শুরু হয়েছে। পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স প্রথম টিকা নিয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এরপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি মো: রোস্তম আলী, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার মহিবুল ইসলাম, পাবনার সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন ও পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো: আইয়ুব আলী টিকা গ্রহন করেন। প্রথম দিনে পাবনায় ১০০ জনকে এই টিকা দেওয়া হয়। করোনা ভ্যাকসিন নিয়ে কথা বলতেই পাবনা-৫ সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স বলেন, বিশ্বের নামীদামী বিজ্ঞানীরা দিনের পর দিন গবেষণা করে করোনার টিকা আবিস্কার করেছেন। পশ্চিমা দেশগুলোর মানুষ টিকা নিচ্ছেন। নিঃসন্দেহে ভালো ভেবেই প্রধানমন্ত্রী আমাদের জন্য এনেছেন। জনগনের উচিৎ স্ব-ইচ্ছায় করোনা প্রতিরোধের টিকা নেওয়া। জনগনকে উদ্বুদ্ধ করতেই তারা প্রথম টিকা নিলেন। এতে সাধারন মানুষ অনুপ্রাণিত হবেন। উল্লেখ্য যে, মহামারি করোনা প্রতিরোধে পাবনায় ১ম ধাপে ৮৪ হাজার করোনা ভ্যাকসিন আসছে। ৪২ হাজার মানুষকে এই টিকা প্রদান করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments