শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় তিন ছিনতাইকারীকে আদালতে চালান, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল আটক

উল্লাপাড়ায় তিন ছিনতাইকারীকে আদালতে চালান, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল আটক

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে আজ সোমবার আদালতে চালান দিয়েছে মডেল থানা পুলিশ ৷ পুলিশ ছিনতাইকারীদের ব্যবহৃত মোটর সাইকেল আটক ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে৷ এ তিন ছিনতাইকারী হলো- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আশুরিয়া গ্রামের বাবু সরকারের ছেলে আলিফ সরকার (১৭), বগুড়া জেলার খান্দার গ্রামের আঃ সামাদের ছেলে সামিউল সোহরাব আল রুমন (১৬) ও উল্লাপাড়ার পার মনোহরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জুলকার বিন বাধন (১৮) ৷ মডেল থানা সুএে, গতকাল রোববার রাত সাড়ে এগারোটার দিকে ছিনতাইকারী তিনজন একটি মোটর সাইকেলে নগরবাড়ী মহাসড়কের পাশে উল্লাপাড়ার চালা বাজারে এসে দাড়ায়।বাজারের একটি দোকানের সামনে মোবাইল ফোনে গেম খেলাকালে বড়হরের সামছুল এর ছেলে মেহেদী হাসান এর মোবাইল ফোন এরা ছিনিয়ে নিয়ে পালানোকালে সাধারণ জনগণ ছিনতাইকারী আলিফ সরকারকে মোটর সাইকেলসহ হাতেনাতে ধরে ফেলে ৷ বাকী দ্#ু৩৯;জন পালিয়ে যায়৷ পরে জনগন আটক আলিফ সরকারকে উল্লাপাড়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ পরে অভিযান চালিয়ে অপর দ্#ু৩৯;ছিনতাইকারীকে গ্রেফতার করে । মডেল থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম জানান, এ ব্যাপারে থানায় চালা পূর্বপাড়া গ্রামের মোঃ মিল্টন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আসামীদেরকে সিরাজগঞ্জ আদালতে চালান দেওয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments