বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলামুলাদীতে চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার পর গুমের অভিযোগ

মুলাদীতে চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার পর গুমের অভিযোগ

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে চোর সন্দেহে দুই সন্তানের জনক মনির হোসেন (৪০) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার পর গুম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হওয়ার ২৬ দিন পর মনির হোসেনের হাত-পা বাধা আহত ছবি ফেসবুকে ভাইরাল হলে তার স্ত্রী পলি আক্তার ও স্বজনরা এ অভিযোগ করেন। মনির হোসেন মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া গ্রামের মৃত নূরমোহাম্মাদের ছেলে। ২০০১ সালে তার সাথে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপোল গ্রামের মৃত খলিল বেপারীর মেয়ে পলি আক্তার বিয়ে হয়। বিয়ের পর থেকে মনির শ্বশুর বাড়িতেই থাকতো। পলি আক্তার জানান ৭/৮ বছর আগে তার স্বামী মানসিক ভাবে অসুস্থ্য হয়ে পড়লে মাঝে মধ্যে সুস্থ্য থাকতো। গত ১২ জানুয়ারি মনির হোসেন বাড়ি থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে স্বামীকে না পেয়ে পলি আক্তার ১৬ জানুয়ারি মুলাদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গত ৮ ফেব্রুয়ারি ফেসবুকে মনির হোসেনের হাত-পা বাধা আহত ছবিটি তার দেখেতে পেয়ে থানায় অবহিত করেন এবং এলাকায় খোঁজ খবর নেওয়া শুরু করেন। পলি আক্তারের ভাই ফজলুল হক জানান ফেসবুকে ছবি দেখে নাজিরপুর ইউনিয়নের বানীমর্দন খেয়াঘাট এলাকায় গিয়ে জানাতে পারেন গত ১২ জানুয়ারি মোতালেব মাতুব্বরের ছেলে আবুল মাতুব্বরের বাড়িতে মনির হোসেনকে চোর সন্দেহে হাত-পা বেধে নির্যাতন করা হয়েছে। তার ধারণা নির্যাতনে মনির হোসেনের মৃত্যু হলে নির্যাতনকারীরা তাকে গুম করে ফেলেছে। ঘটনাটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবীও জানান তিনি। নাজিরপুর ইউপি সদস্য সাইদুর রহমান জানান ঘটনার দিন অর্থ্যাৎ গত ১২ জানুয়ারি রাতে মনির হোসেনকে আটক করা হয়েছিলো। পরিচয় নিশ্চিত হওয়ার পরে ওই রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে মুলাদী থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা জানান গত ১২ জানুয়ারি পলি আক্তার তার স্বামীর নিখোঁজের ডায়েরি করেছিলেন। মনির হোসেনের হাত-পা বাধা ছবি ফেসবুকে ভাইরালের বিষয়টি শুনেছি। বিষয়টি তদন্তের জন্য মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments