শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় কর্তৃপক্ষের বিনা অনুমতিতে সরকারি গাছ কর্তন

সাঁথিয়ায় কর্তৃপক্ষের বিনা অনুমতিতে সরকারি গাছ কর্তন

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের অনুমতি ছাড়াই গাছ কেটে নিল দৌলতপুর ইমাম হোসাইন একাডেমীর প্রধান শিক্ষক। অভিযোগে জানা যায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোস্তফা কামাল মানিক প্রায় ১ লক্ষ টাকা মুল্যের ৩টি মেহগনি গাছ তার ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য কেটে নিয়েছে । পরে গাছগুলো চেরাই করার জন্য সাঁথিয়া বাজারে ‘স’ মিলে স্তুপ করে রাখা হয়। এ ব্যাপারে সাঁথিয়া সামাজিক বনবিভাগের রেঞ্জ অফিসার নুরুল ইসলাম বলেন, ওই বিদ্যালয়ের গাছকাটার বিষয়ে কেউ কোন আবেদন বা অনুমতি নেন নাই। উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ জানান, খবর পেয়ে বুধবার সকালে ‘স’ মিল থেকে গাছের গুড়িগুলো নিয়ে আসতে লোক পাঠিয়েছি। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গাছকাটার বিষয়ে জানতে চাইলে ইমাম হোসাইন একাডেমীর সভাপতি মোমিনুল প্রাং জানান, স্কুলের গেট ও সীমানা প্রাচীর নির্মাণে বাধাগ্রস্ত হওয়ায় গাছগুলে কাটা হয়েছে। ইমাম হোসাইন একাডেমীর প্রধান শিক্ষক মোস্তফা কামাল মানিকের মোবাইলে ফোন দেয়া হলে প্রথমে রিং হলেও তিনি ধরলেন না। পরে বার বার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments