শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাযথাযোগ্য মর্যাদায় শাহজাদপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় শাহজাদপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বিমল কুন্ডু: যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শাহজাদপুরে গতকাল রোববার শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে স্থানীয় সরকারি কলেজ কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা আন্দোলনের শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এদিন সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে প্রভাতফেরি বের হয় এবং পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা প্রশাসনের পক্ষ থেকে হযরত মখদুম শাহদৌলা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে প্রয়াত ভাষা সৈনিক ডাঃ আলী আজমল বুলবুলের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রয়াত ভাষা সৈনিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্কস্তবক অর্পণ ও আলোচনা সভা। এসব অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক প্রফেসর আজাদ রহমান, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, আমিরুল ইসলাম শাহুসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন সন্ধ্যায় সরকারি কলেজ শহিদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মাসুদ হোসেন, অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, অধ্যাপক আব্দুর রফিক, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, নাট্যকর্মী কাজী শওকত, শিল্পী বায়েজিত হোসেন প্রমুখ। পরে অতিথিবৃন্দ শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, হাতের লেখা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। পুরষ্কার বিতরণী শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। এছাড়া উপজেলা বিএনপি, জাসদ, বাসদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে নানা কর্মসূচি পালন করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments