বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাকেশবপুর পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: সিইসি

কেশবপুর পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: সিইসি

জি.এম.মিন্টু: প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, কেশবপুর পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে। এখানে নির্বাচনের পরিবেশ অত্যান্ত ভালো আছে। ভোটারদের ভোট কেন্দ্রে যেতে কোন ধরনের ঝুঁকি নেই। ইভিএমে ভোট প্রদানে ভোটারদের কোন অসুবিধা হবে না যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে স¤পন্ন করার লক্ষে সোমবার দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর প্রকল্প পরিচালক ব্রিগ্রেডিয়ার আবুল কাশেম, যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার , বিভাগীয় নির্বাচন অফিসার ইউনুচ আলী, যশোর জেলা নির্বাচন অফিসার হুমায়ূন কবির, উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা, উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশীদ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দীন প্রমুখ। এর আগে প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কে.এম নুরুল হুদা যশোর বিমান বন্দর নেমে বেলা সাড়ে ১১ টার দিকে কেশবপুরে পৌছান। সিইসির আগমন উপলক্ষে সকাল থেকে কেশবপুরে শহরের প্রতিটি মোড়ে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। মতবিনিময় শেষে দুপুর ১.৩০ মিনিটে তিনি কেশবপুর ত্যাগ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments