শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে জাতীয় পার্টির সভায় সংঘর্ষ: কেন্দ্রীয় নেতাসহ আহত ৭

লক্ষ্মীপুরে জাতীয় পার্টির সভায় সংঘর্ষ: কেন্দ্রীয় নেতাসহ আহত ৭

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরে জাতীয় পার্টির সাংগঠনিক সভায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য ও লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ফয়জুল্লাহ শিপন, জিহাদ হোসেন নামের একজনসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

শনিবার দুপুরে (১৩ মার্চ) জেলা শহরের ওয়েলকাম চাইনিজ রেস্তোরাঁয় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের সময় ওই রেস্তোরাঁর গ্লাস ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনলে যথারীতি সভা অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সভা উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় নেতারা দুপুরে স্থানীয় ওয়েলকাম রেস্তোরাঁয় সমবেত হন। এ সময় দলীয় বিরোধের জেরে কেন্দ্রীয় সদস্য রায়পুর আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ফয়জুল্লাহ শিপনের অনুসারীরা সভাস্থলে হট্টগোলের সৃষ্টি করে।

একপর্যায়ে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের আরেক মনোনয়ন প্রত্যাশী এমআর মাসুদের সমর্থকরা তাদের ধাওয়া করেন। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে শিপনসহ সাতজন আহত হন।

সভায় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর শিকদার, নাজমা রহমান এমপি, অ্যাডভোকেট ইলিয়াছ আহমদ, জেলা শাখার সদস্য সচিব মো. মাহমুদুর রহমান প্রমুখ।

সংঘর্ষের বিষয়ে শিপন বলেন, ‘আমি সভাস্থলে আমাদের নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে দলের আরেকটি গ্রুপ আমাদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় আমিসহ কয়েকজন নেতাকর্মী মারাত্নক আহত হয়েছি।

লক্ষ্মীপুর-জেলার জাপার আহ্বায়ক এমআর মাসুদ বলেন, ‘বহিরাগতরা এসে আমাদের সভাস্থলে হামলা চালায়। এসময় সদর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

লক্ষ্মীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) শিপন বড়ুয়া বলেন, জাপা দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেন। এখনো আহতদের কেও কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments