শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় মোবাইল ফোন না পেয়ে নানীর ওপর অভিমানে নাতির আত্মহত্যা

পাবনায় মোবাইল ফোন না পেয়ে নানীর ওপর অভিমানে নাতির আত্মহত্যা

কামাল সিদ্দিকী: মোবাইল ফোন না পেয়ে নানীর উপর অভিমান করে নাতি অন্তর (১০) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকালে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত অন্তর ওই গ্রামের আবু সাইদের ছেলে ও জুলেখা খাতুনের নাতি। স্থানীয় বাসিন্দারা জানান, বাবা-মা ঢাকায় গার্মেন্টস এ কাজ করায় শিশুকাল থেকেই নানী জুলেখা খাতুনের কাছে থাকতো অন্তর ও তার বড় ভাই। অভাব অনটনের সংসারে নানী তার দুই নাতীকে নিয়ে দিনমজুরি করতেন। গত কয়েকদিন হলো ছোট নাতী অন্তর নানীর কাছে একটি এন্ড্রয়েড ফোন কিনে চেয়ে বায়না ধরে আসছিল। কিন্তু দরিদ্র নানী তার দাবী মেনে নেয়নি। সোমবার সকালে দুই নাতীকে নিয়ে যখন নানী জুলেখা খাতুন কাজে বের হবেন, সেসময় আবারও অন্তর মোবাইল ফোন কিনে দিতে নানীর কাছে বায়না ধরে। এ সময় নানী অন্তরকে বকাঝকা করে বড় নাতীকে সাথে নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে যান। এরপরেই বাড়িতে কেউ না থাকার সুযোগে নানীর উপর অভিমানে নিজ ঘরের ডাবের সাথে দড়ি বেঁধে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে অন্তর। এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ভিকটিমের বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে শিশুটি তার নানীর উপর অভিমান করে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments