শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeশিক্ষাশাল্লায় হিন্দু পল্লীতে হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

শাল্লায় হিন্দু পল্লীতে হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

মুখলেসুর রহমান: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু পল্লীতে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদ এর আয়োজন করে। এসময় তারা হিন্দু পল্লীতে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ধনঞ্জয় কুমারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম।
এছাড়াও শাখা ছাত্রলীগের নেতা ফয়সাল সিদ্দিকী আরাফাত, তন্ময় সাহা টনি ও নাসিম আহমেদ জয়সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন, “বাংলাদেশে একের পর এক সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে। ঘটনার পর কয়েকদিন বিচারের দাবিতে আন্দোলন হলেও নির্দিষ্ট সময়ের পর সব থেমে যায়। তবে এ ঘটনা থামে না, বরাবরের মতই চলতে থাকে। আমরা চাই শাল্লার এই ঘটনা সংখ্যালঘু নির্যাতনের সর্বশেষ ঘটনা হোক। তাই এর সাথে জড়িদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।”

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments