শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত

ভূঞাপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উৎসব। ভূঞাপুর উপজেলা প্রশাসনের ব্যানারে সকালে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন ভূঞাপুর- গোপালপুর আসনের সাংসদ তানভীর হাসান ছোট মনির। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট, ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল রনি, থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহাবসহ অন্যানরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান। উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পনের পরে উপজেলা আওয়ামীলীগ, ভূঞাপুর প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলো পুষ্পস্তবক অর্পন করেন। এর আগে গতকাল সন্ধ্যায় উপজেলা পরিষদ শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করে গণহত্যায় নিহত শহীদদের প্রতি এক মিনিট নিরবতা পালন করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments