বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় স্বাধীনতাদিবসে বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন ট্রাস্টের অগ্রযাত্রা শুরু

সাঁথিয়ায় স্বাধীনতাদিবসে বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন ট্রাস্টের অগ্রযাত্রা শুরু

আব্দুদ দাইন: মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে পাবনার সাঁথিয়ার যুদ্ধকালীন কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত নিজাম উদ্দিনের পরিবারের সদস্যবৃন্দ ও সর্মথকদের উদ্যোগে “বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন ট্রাস্ট” এর অগ্রযাত্রা শুরু হলো। শুক্রবার(২৬ মার্চ) বেলা ১১ টায় সাঁথিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নিজাম উদ্দিনের সহধর্মিনী আকলিমা পারভীন এ ট্রাস্টের উদ্বোধন করেন। তাঁর ভাতিজা ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যুগ্ম- পরিচালক মনসুর আলমের সঞ্চালনায় এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুত্রবধু মুনমুন আলী, অধ্যাপক আব্দুদ দাইন সরকার, অধ্যাপক জয়নুল আবেদীন রানা,প্রভাষক নুরুল ইসলাম, সাংবাদিক আবুল কাশেম, রতন দাস, ধোপাদহ ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, আ’লীগ নেতা আবুল কালাম আজাদ,আবু সাইদ বিশ্বাস,পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মীর নজমুল বারী নাহীদ,মগরেব আলী, , শিক্ষিকা শিলা খাতুন,কামরুজ্জামান মাস্টার প্রমুখ। সাঁথিয়া উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও তিনবারের উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন ২০১৯ সালের ৭ মার্চ মৃত্যবরণ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments