বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলামাদারীপুরের কালকিনি পৌর নির্বাচনে সংঘর্ষ, পুলিশসহ আহত ৪

মাদারীপুরের কালকিনি পৌর নির্বাচনে সংঘর্ষ, পুলিশসহ আহত ৪

আরিফুর রহমান: মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে দুই মেয়রপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এস এম হানিফ ও স্বতন্ত্র মেয়রপ্রার্থী সোহেল রানা (মিঠুর )সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
আজ বুধবার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে মেয়র পদে নৌকার প্রার্থীর সমর্থকরা নিজেদের পক্ষে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুপক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রথমে পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুপুর সাড়ে ১২টার দিকে শিকার মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দফায় দফায় সংঘর্ষ হয়।
দুই পক্ষের সমর্থকরাই হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এতে এক পুলিশসহ অন্তত ৪ জন আহত হন। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংর্ঘষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে কিছু লোকজন এসে কেন্দ্রে হামলা চালায়। পরে পুলিশ বিজিবির সহায়তায় একত্রিত হয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments