শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় বন্ধ রয়েছে বিএডিসি’র খাল খনন কাজ

উল্লাপাড়ায় বন্ধ রয়েছে বিএডিসি’র খাল খনন কাজ

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএডিসি’র উধুনিয়া খাল পুনঃখনন চলমান কাজে বাধা দেওয়া হয়েছে। গত চার দিন হলো খালটির খনন কাজ বন্ধ রয়েছে। দু’গ্রামের শতাধিক কৃষক খননের জন্য চিহ্নিত জমি নিজেদের ব্যক্তিগত সম্পত্তি দাবী করছে। কৃষকদের পক্ষে গজাইল কবরস্থানের কাছাকাছিতে খনন কাজ চলমান অবস্থায় বাধা দিয়ে আটকে দেওয়া হয়েছে। উপজেলার উধুনিয়া ইউনিয়নে বিএডিসি’র পাবনা নাটোর সিরাজগঞ্জ (পানাসি) ভু-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পে ্য়ঁড়ঃ;উধুনিয়া খাল পুনঃখনন প্রকল্প্য়ঁড়ঃ; এর প্রায় সাড়ে নয় কিলোমিটার দীর্ঘ খালটির খনন কাজ একজন ঠিকাদারের মাধ্যমে করানো হচ্ছে। এর পেছনে প্রায় ৭৬ লাখ টাকা ব্যয় বরাদ্দ হয়েছে বলে জানা গেছে। আগদিঘল মৌজা এলাকা থেকে খালটির খনন কাজ শুরু করা হয়। গত মাস দু’য়েক সময়ে দীর্ঘ অংশ খননের পর প্রকল্পের চাঁনপুর ব্রীজ এলাকা থেকে খনন কাজ করা হতে থাকে। গত শনিবার বিকেলে গজাইল কবরস্থানের কাছাকাছিতে খাল খননের কাজ আটকে দেওয়া হয়েছে। এলাকার কৃষকেরা খননের কাজ আটকে দিয়েছে বলে জানানো হয়। সরেজমিনে সোমবার বিকেলে গিয়ে দেখা গেছে, খাল খননের কাজে ব্যবহ্নত দ্#ু৩৯;টি এসকেভেটর মেশিন সেখানে বন্ধ অবস্থায় রয়েছে। সেখানে উপস্থিত গজাইল গ্রামের বেশ ক্#৩৯;জন কৃষক জানান, গজাইল কবরস্থানের কাছাকাছি শিমুলতলা থেকে কাশিয়ার বিল পর্যন্ত প্রায় দ্#ু৩৯;কিলোমিটার দীর্ঘ খাল খননের জন্য চিহ্নিত জমি গজাইল ও ফাজিলনগর গ্রামের শতাধিক কৃষকের। জমির পরিমাণ প্রায় একশো বিঘা হবে বলে জানায়। প্রতিবেদককে দেখানো জমিতে ইরি ধান ফসলের আবাদ করা হয়েছে। বেশির ভাগ জমির ধান এখন থোড়। কৃষকদের মধ্যে ইয়াছিন সরকার, সিদ্দিকুর রহমানসহ আরো ক্#৩৯;জন জানান, খননের জন্য চিহ্নিত জমি তাদের নিজস্ব এবং তাদের কাছে জমির প্রয়োজনীয় কাগজপত্রাদি রয়েছে। কৃষকেরা আরো জানান , তাদের জমি সম্পওির উপযুক্ত দাম বাবদ ক্ষতিপূরণের টাকা পেলে খননের জন্য জমি ছেড়ে দেবেন। ফাজিলনগর গ্রামের কৃষকদের পক্ষে কৃষক আলী আকবার এরই মধ্যে ফসলী জমিতে খাল খনন না করা প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত আবেদন করেছেন। আবেদন পত্রে জমির ক্ষতিপূরণ না দিয়ে খালটি খনন করা হলে তারা ক্ষতিগ্রস্ত হবেন বলে জানিয়েছেন। বিএডিসি (সেচ) উল্লাপাড়া জোনের সহকারী প্রকৌশলী মোঃ জাহিদ হাসান জানান, তিনি দু’একদিনের মধ্যে প্রকল্প এলাকায় যাবেন এবং সেখানকার কৃষকদের সাথে কথা বলবেন। উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ জানান কৃষকদের বক্তব্যের বিষয়টি তদন্ত করে দেখা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments