শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাউৎসব মুখর পরিবেশে রংপুরে কোভিড ১৯ ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ প্রদান শুরু

উৎসব মুখর পরিবেশে রংপুরে কোভিড ১৯ ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ প্রদান শুরু

জয়নাল আবেদীন: উৎসব মুখর পরিবেশে রংপুর জেলায় কোভিড ১৯ ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ প্রদান বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আসিব আহসান,রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর একেএম নুরন্নবী লাইজু ,সিভিল সার্জন হিরম্ব কুমার দ্বিতীয় ডোজ গ্রহন করেন । গত ৮ ফেব্রয়ারি প্রমথ ডোজ গ্রহনকারীরাই দ্বিতীয়ডোজ গ্রহন করেন । এদিকে করোনার দ্বিতীয় ঢেউ রুখতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ও লকডাউন বাস্তবায়নে রংপুরে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায়সহ স্বাস্থ্য বিধি মানতে সাধারণ জনগণ, ক্রেতা-বিক্রেতাদের সতর্ক করা হয়।জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরির শাপলা চত্ত্বর থেকে শুরু হয়ে গ্রান্ড হোটেল মোড় জাহাজ কোম্পপানি এলাকা ঘুরে পায়রা চত্ত্বর পর্যন্ত অভিযানে সরকারি নির্দেশনা না মানায় দুইটি প্রতিষ্ঠানে ৩শত টাকা জরিমানা করা হয়।এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধার নেতৃত্বে রংপুর র‌্যাব ১৩ এর সদস্যরা অংশ নেন।অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধা বলেন,করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে ও লকডাউনে সরকারের দেয়া ১৮ নির্দেশ নিশ্চিতকরণে সচেতনতা মূলক এ অভিযান চলমান থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments