বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই, একটি হরফও পোড়েনি পবিত্র কোরআন শরিফের

উল্লাপাড়ায় অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই, একটি হরফও পোড়েনি পবিত্র কোরআন শরিফের

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অগ্নিকান্ডে গরীব ভ্যান চালক একটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। গতকাল শুক্রবার দিন পেরিয়ে রাত সাড়ে নয়টার দিকে উপজেলার দড়িপাড়া গ্রামে আব্দুল মোমিন মিয়ার বসতবাড়িতে অগ্নিকান্ডে দুটি বসত ঘর এবং ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে গেছে। এর মধ্যে একটি বসত ঘর পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। ঘরে থাকা নগদ ২০ হাজার টাকা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও যাবতীয় কাপড় পুড়ে গেছে। সব মিলে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডকালে আহত দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ শনিবার দুপুরে সরেজমিনে উপজেলার সদর উল্লাপাড়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামের আব্দুল মোমিন মিয়ার বাড়িতে গিয়ে দেখা গেছে, বসত ভিটায় পুড়ে যাওয়া সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘরের আসবাবপত্রাদি পুড়ে গেছে। পেশায় ভ্যান চালক আব্দুল মোমিন মিয়া জানায়, রাত সাড়ে নয়টার দিকে তার বাড়িতে আগুন লাগে। যা মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। পড়নের পোশাক ছাড়া তার স্ত্রী ও পরিবারের সন্তানেরা কেউ আগুনের ক্ষতি থেকে অন্য কিছু বের করতে পারেনি। কিভাবে আগুন লেগেছে তা তিনি জানেন না। তার এক মেয়ে পড়ালেখার পাশাপাশি দর্জির কাজ করে। বাড়িতে বিভিন্ন জনের পোশাক তৈরিতে দেওয়া নতুন প্রায় দশ হাজার টাকার কাপড় ও সেলাই মেশিনটি পুড়ে গেছে। অগ্নিকান্ডে তার এক সন্তানের পড়ালেখার বই-খাতা পুড়ে গেছে। তবে পবিত্র কোরআন শরিফের একটি হরফও আগুনে পোড়েনি। তিনি আরো জানান, গতরাতে পরিবার সহ প্রতিবেশীদের বাড়িতে আশ্রয়ে থাকা এবং তারাই খাবার দিচ্ছেন। গতকালে অগ্নিকান্ডে আহত তার স্ত্রী মনিজা খাতুন ও ছেলে আতিকুল উপজেলা সদরের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার নাদির হোসেন জানান, গতকাল খবর পেয়ে তারা দ্রুত মোমিন মিয়ার বাড়িতে যান এবং আগুন নেবানোর কাজ করেন। এ অগ্নিকান্ডে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments