শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাসোনারগাঁওয়ে মামুনুল হকের ইস্যুতে রিসোর্টে হামলা ও ভাঙচুর মামলায় আটক ৪

সোনারগাঁওয়ে মামুনুল হকের ইস্যুতে রিসোর্টে হামলা ও ভাঙচুর মামলায় আটক ৪

গিয়াস কামাল: গত ৩ এপ্রিল সোনারগাঁও রয়েল রিসোর্টে হেফাজত ইসলামের মহাসচিব মামুনুল হকের অবরুদ্ধের ঘটনায় হামলা, ভাঙচুর, মহাসড়কে অগ্নিসংযোগ-অবরোধ ও সরকারী কাজে বাধাসহ বিভিন্ন অপরাধে দায়ের করা মামলায় রবিবার গভীর রাতে রাজধানীর জুরাইন থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ সোনারগাঁ শাখার আমির ও মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন খাঁন ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা ইকবাল হোসেন ও তাদের ২ সহযোগী সহ ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব- ১১। গ্রেফতারকৃত অন্য দুইজন হলো, মোয়াজ্জেম হোসেন ও শাহজাহান শিবলী। সোমবার সকালে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, গতকাল মাওলানা মহিউদ্দিন খাঁন, মাওলানা ইকবাল হোসেন ও হামছাদি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহজাহান শিপলী ঢাকার জুরাইন মসজিদে তাদের মামলার জামিন সংক্রান্ত বিষয়ে এক মাওলানার সাথে কথা বলতে জুরাইন মসজিদে যান। এর কিছুক্ষন পর আইন শৃঙ্খলা বাহিনী তাদের মসজিদটিকে ঘিরে ফেলে। বর্তমানে গ্রেফতারকৃতরা র‍্যাব-১১ এর হেফাজতে রয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments