শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাকেশবপুরে ইউপি মেম্বরের হস্তক্ষেপে প্রভাবশালীর কবল থেকে উদ্ধার হল সরকারী রাস্তা

কেশবপুরে ইউপি মেম্বরের হস্তক্ষেপে প্রভাবশালীর কবল থেকে উদ্ধার হল সরকারী রাস্তা

জি.এম.মিন্টু: কেশবপুরে এক ইউপি মেম্বরের হস্তক্ষেপে প্রভাবশালী ব্যক্তির কবল থেকে উদ্ধার হল সরকারী রাস্তা। দীর্ঘদিন পর উদ্ধার হওয়া সরকারী রস্তা সংস্কারের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্থি ফিরে এসেছে। উপজেলার সাগরদত্তকাটি সরদার পাড়ার নিরীহ জনগন এই প্রতিনিধিকে জানান, প্রায় ৮/১০ বছর ধরে আব্বাচ সরদার নামে এলাকার এক প্রভাবশালী ব্যক্তি সরকারী এই রাস্তার সরদার পাড়া নামক স্থানে রাস্তার পূর্বপাশের প্রায় অর্ধেক অংশ দখল করে পুকুর তৈরি করে মাছ চাষ এবং রাস্তার অপর অংশ অর্থাৎ পশ্চিমপার্শ্বে জামাল সরদার নামে আরেক প্রভাবশালী প্রায় ৩ গজ রাস্তা দখল করে নেওয়ায় সরকারী এই রাস্তাটি একেবারে সরু হয়ে যায়। অবৈধ দখলদারের ফলে সরু এই রাস্তা দিয়ে চলাচলে জনসাধারনের জন্য অত্যান্ত ঝুকিপূর্ন ও হুমকী স্বরুপ হয়ে দাঁড়ায়। অনেক সময় এখান দিয়ে চলাচলের সময় যানবাহন নিয়ে ঐ পুকুরে পড়ে চরমভাবে ক্ষতিগ্রস্থের শিকার হয়ে থাকে। এলাকাবাসী হাজার চেষ্টা করেও প্রভাবশালীদের কবল থেকে সরকারী রাস্তা উদ্ধার বা সংস্কার করতে ব্যর্থ হয়। বিশেষ করে ইরি-বোরো মৌসুমে কৃষকরা তাদের ধান বাড়ীতে আনতে চরম ভুগান্তির শিকার হয়ে থাকে। অবৈধ দখলদারের ফলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় অন্য রাস্তা দিয়ে কৃষকরা তাদের ধান বাড়ীতে নিয়ে যেতে হিমশিম খায়। স্থানীয় কৃষকরা কোন উপয়ান্তর না পেয়ে চলতি ইরি-বোরো মৌসুমের ধান যাতে এই রাস্তা দিয়ে তাদের ধান বাড়ী নিতে পারে তার যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবি নিয়ে স্থানীয় মেম্বর খলিলুর রহমানের দারাস্থ হন। স্থানীয় মেম্বর ঘটনাটি ইউপি চেয়ারম্যানের নিকট অবিহিত করে গ্রামবাসীকে সাথে নিয়ে প্রভাবশালী আব্বাচ মোল্যাকে ডেকে ধান কাটার আগে সরকারী এই রাস্তা দখলমুক্তপূর্বক সংস্কারের আল্টিমেটাম দেয়। মেম্বরের কথামত আব্বাচ মোল্যা সরকারী রাস্তা দিয়ে জনসাধনের চলাচলের সুবিধার্তে আব্বাচ মোল্য ধান উঠার আগেই তিনি রাস্তার দখল ছেড়ে দিয়ে উক্ত রাস্তা সংস্কার করে দিয়েছে। যার ফলে এবছর এই রাস্তা দিয়ে আসাননগর, চাতরা বিলের আংশিক ধান ও সাড়াতলা, সাগরদত্তকাটি বিলের সব কোন রকম ঝুকি ছাড়া যানবাহনে করে দ্রুত বাড়ীতে পৌছাতে পারবেন। এব্যাপারে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বর মোঃ খলিলুর রহমান বলেন, আশ্বাননগর, সাড়াতলা, চাতরা ও সাগরদত্তকাটি বিলের ধান এই রাস্তা দিয়ে বহনে কৃষকদের যাতে কোন রকম দূর্ভোগ বা ঝুকিতে না পড়তে হয় শুধুমাত্র এলাকার জনগনের কথা ভেবে সরকারী রাস্তা দখলমুক্তর উদ্যোগ নেওয়া হয়েছে। জামাল সরদার ও আলী দোকান্দার এখনও পর্যন্ত সরকারী রাস্তা দখলমুক্ত করেনি। তাদেরও কঠোরভাবে বলা হয়েছে, আশা করি দু-এক দিনের মধ্যেই তারা রাস্তার দখল ছেড়ে দিবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments