শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাপাঁচবিবিতে অবৈধভাবে বালু বহনের অভিযোগে ২ লক্ষ টাকা জরিমানা ও দুইজনের ১৫...

পাঁচবিবিতে অবৈধভাবে বালু বহনের অভিযোগে ২ লক্ষ টাকা জরিমানা ও দুইজনের ১৫ দিনের জেল

প্রদীপ অধিকারী: জয়পুরহাট পাঁচবিবি উপজেলার ফিসকাঘাট এলাকায় অবৈধভাবে বাঁধের বালু বহন করায় ও সরকারী কাজে বাধা দেওয়ার অপরাধে মেসি ট্যাক্টরের মালিক নাহিদ আক্তার (৩০) ও ট্যাক্টরের চালক বিনয় কুমার(৩২)কে ১৫ দিনের সশ্রম কারাদন্ড এবং অবৈধভাবে বালু বহন করার অপরাধে সাতটি বালুবাহী মেসিকে ট্যাক্টর আটকসহ প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন পাঁচবিবি উপজেলার ভূমি সহকারী ও ভ্রাম্যমান আদালতের বিচারক আশিক রেজা। দন্ডপ্রাপ্ত আসামী নাহিদ আক্তার পাঁচবিবি উপজেলার ফিসকাঘাট এলাকার লুৎফর রহমান ছেলে ও বিনয় কুমার একই এলাকার বিশ্বনাথ কুমারের ছেলে। প্রত্যক্ষদর্শী আহসান হাবিব,আব্দুর রাজ্জাক,মোকলেসার রহমান জানান, ফিসকাঘাট এলাকায় নতুন হাটের ভবন নির্মাণের জন্য পরিদর্শনে যান পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন ও ভূমি সহকারী আশিক রেজা। এ সময় অবৈধভাবে তুলসীগঙ্গা নদীর বাঁধের উপর থেকে বালু বহনের বিষয়টি চোখে পড়ে। তৎক্ষনাৎ তাদের সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদেরকে বাঁধের উপর থেকে বালু তুলতে নিষেধ করতে পাঠায়। কিন্তÍ মেসি ট্যাক্টরের মালিক নাহিদ আক্তার ও ট্যাক্টরের চালক বিনয় কুমার নিষেধ না শোনে উল্টো আনসার সদস্যের সাথে খারাপ আচরণ ও গালিগালাজ করে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি সহকারীর নজরে আসলে তারা সঙ্গে সঙ্গে সাতটি বালুবাহী মেসিকে ট্যাক্টরকে আটকসহ দুইজনকে কারাদন্ড প্রদান করেন। পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন জানান, অবৈধভাবে বাঁধের বালু উত্তোলন ও সরকারী কাজে বাধা দেওয়ার অপরাধে দুইজনকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড ও সাতটি বালুবাহী মেসিকে ট্যাক্টর আটকসহ প্রত্যেককে ২৫ হাজার করে ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments