মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলারমেকে ৯ দিন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ঠাকুরগাঁও থেকে আসা...

রমেকে ৯ দিন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ঠাকুরগাঁও থেকে আসা শিশু জান্নাত

জয়নাল আবেদীন: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৯ দিন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ঠাকুরগা থেকে আসা শিশু জান্নাত ।বাড়ি ফেরার সময় শিশু জান্নাতের বাবা তারেক শিশু সন্তানের চিকিৎসায় সহযোগিতা করায় রংপুরের জেলা প্রশাসক. হাসপাতাল পরিচালক, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ, সেদা দানে ডাক্তার নার্স সহ নগরির বিভিন্ন দানশীল ব্যাক্তিদের নিকট কৃতজ্ঞতা জানিয়েছে ।রোববার বেলা ১১টার দিকে হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা: মাহফুজুল হক শিশুটির সুস্থতার ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন গত ১৯ এপ্রিল শিশু জান্নাতের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর ৭ দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছিল শিশুটিকে। পেটের মধ্যে নাড়ি পেঁচিয়ে যাওয়ায় শিশুটি অসুস্থ হয়ে পড়েছিল। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ছাড়পত্র দেওয়া হলো। গত ১৩ এপ্রিল শিশু জান্নাতকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসা চলা অবস্থায় পরদিন উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। কিন্তু অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা জোগাড় করতে না পারায় অবশেষে দীর্ঘ ৯ঘন্টা রিকশা চালিয়ে সন্তানকে নিয়ে রংপুরে আসেন তারেক। রিক্সাচালক তারেক জানান মহান আল্লাহর উপর ভরসা করে শূন্য হাতেই বাচ্চাকে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলাম। আমাদের কষ্টের কথা বিভিন্ন টিভি ,পত্রিকা এবং অন লাইলে প্রচার প্রকাশিত হওয়ায় স্বপ্ন নামে একটি সুপারশপ প্রতিষ্ঠান আমার অসুস্থ শিশুর চিকিৎসা সেবা ব্যয় বহন করেছে। এ ছাড়া রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর দেমসহ বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে আর্থিক অনুদান পেয়েছি। এমনকি দেশের বিভিন্ন অঞ্চল এবং বিদেশ থেকে অনেক মানুষ আর্থিক সহায়তাদান করেছেন । আমি সবার কাছে কৃতঞ রোববার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন তারা। এ সময় রিকশাটিও পিকআপভ্যানে নেওয়া হয়।জান্নাতের মা সুলতানা বেগম সাংবাদিকদের বলেন আলহামদুলিল্লাহ এখন খুব ভালো লাগছে। আমার মেয়ে সুস্থ হয়ে উঠেছে। সবার সহযোগিতা না পেলে হয়তো অপারেশন করতে পারতাম না। সবাই এগিয়ে এসেছেন বলেই সম্ভব হয়েছে। আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার মেয়েকে সবাই দোয়া করবেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments