বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

বাউফলে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

অতুল পাল: বাউফলের নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহজাদা হাওলাদারের বিরুদ্ধে সরকারের উন্নয়ন প্রকল্পের কাজ না করে বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রকল্পের সভাপতি চেয়ারম্যানের কাছে ওই টাকা ফেরৎ চাওয়ায় উভয়ের মধ্যে হট্টগোলও হয়েছে। গত রবিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার নওমালা ইউনিয়নের পশ্চিম নওমালা সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে হতদরিদ্রদের মাঝে ভিজিডির চাল বিতরণকালে ওই হট্টগোলের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (৪০দিন) আওতায় নওমালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির সামনে কালভার্ট নির্মাণের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ১ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। স্থানীয় ইউপি সদস্য মোসা. লাইজু বেগমকে ওই প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি করা হয়। চেয়ারম্যান মো. শাহজাদা হাওলাদারের পরামর্শে লাইজু বেগম প্রকল্পের কাজ শুরুর জন্য প্রথম কিস্তিতে ৫৭ হাজার টাকা উত্তোলণ করেন। কাজ শুরু করা হবে বলে চেয়ারম্যান ওই টাকা লাইজু বেগমের কাছ থেকে নিয়ে যায়। কিন্তু ১ বছর অতিবাহিত হয়ে গেলেও কালভার্ট নির্মাণ কাজ এখনো শুরু করেননি চেয়ারম্যান। এদিকে প্রকল্পের কাজ শেষ করার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে লাইজু বেগমের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে। ইউপি সদস্য লাইজু বেগম জানান, চেয়ারম্যানের কাছে প্রকল্পের কাজ শুরু করার জন্য বহুবার অনুরোধ করেছি। কিন্তু কোন অনুরোধই কর্ণপাত করছেন না। উপরোন্ত প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার দেওয়া ভিজিডির ২৮ জন হতদরিদ্রের তালিকা থেকে মাত্র চারজনের নাম রেখে বাকিদের নাম বাদ দিয়েছেন। এছাড়াও ইউয়িনের কোন উন্নয়ন প্রকল্পের কাজও আমাকে দেওয়া হয় না। চেয়ারম্যান তার নিজস্ব লোকজন দিয়ে নামমাত্র কাজ করান এবং কোথাও কোথাও কাজ না করেও টাকা তুলে নিচ্ছেন। এবিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান মো. শাহজাদা হাওলাদারের মুঠোফোনে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ইউপি সচিব মো. মানিকুর রহমান বাচ্চু বলেন, ইউপি সদস্য লাইজু বেগমের ৬ নম্বর ওয়ার্ডের চাল বিতরণ নিয়ে একটু হট্টগোলের সৃষ্টি হয়েছিল। প্রকল্পের টাকা আত্মসাতের বিষয় জানতে চাইলে সচিব বলেন, এটা পিআইও অফিসের বিষয়। এবিষয়ে আমি কিছু বলতে পারি না। বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস জানান, চেয়ারম্যান এবং ইউপি সদস্য লাইজু বেগমের মধ্যে দ্ব›েদ্বর কারণে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। উত্তোলনকৃত টাকার কি হবে জানতে চাইলে পিআইও বলেন, প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments