মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ২৪ লাখ ২২ হাজার ৯শ১৫ জন পাবেন ঈদে বিশেষ বরাদ্দের টাকা

রংপুরে ২৪ লাখ ২২ হাজার ৯শ১৫ জন পাবেন ঈদে বিশেষ বরাদ্দের টাকা

জয়নাল আবেদীন: রংপুরে দরিদ্র অসহায় দুস্থদের মাঝে ১৯ কোটি তিন লাখ ১১ হাজার ৭শ৫০ টাকা বিতরণ করা হবে। জেলার আটটি উপজেলার ৭৬টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় ২৪ লাখ ২২ হাজার ৯শ১৫ জন পাবেন এই বিশেষ বরাদ্দের টাকা।সরকারের পক্ষ থেকে এবার ঈদে বিশেষ বরাদ্দ হিসেবে এই অর্থ দেয়া হচ্ছে বলে জেলা প্রশাসক আসিব আহসান এ প্রতিনিধিকে জানান।রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৬ হাজার ৮শ৬৫ জনকে এক কোটি ২০ লাখ ৮৯ হাজার ২শ৫০ টাকা,কাউনিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের ৪৪ হাজার ৮শ৪৫ জনকে দুই কোটি ১৮ লাখ চার হাজার ৩শ টাকা, বদরগঞ্জের ১০টি ইউনিয়নের ৫৫ হাজার ৬শ২৪ জনকে দুই কোটি ৫০ লাখ ৩০ হাজার ৮শ টাকা, তারাগঞ্জের পাঁচটি ইউনিয়নের ২৭ হাজার ২শ৯৯ জনকে এক কোটি ২২ লাখ ৮৪ হাজার ৫শ৫০ টাকা, গংগাচড়ার ৯টি ইউনিয়নের ৫০ হাজার ৫শ৫৮ জনকে দুই কোটি ২৭ লাখ ৫১ হাজার ১শ টাকা, পীরগঞ্জের ১৭টি ইউনিয়নের ৬৭ হাজার ৭৫০ জনকে তিন কোটি ৪৮ লাখ সাত হাজার ৫শ টাকা, মিঠাপুকুরের ১৭টি ইউনিয়নের ৮৯ হাজার ১শ০১ জনকে চার কোটি ৯৫ হাজার ৪শ৫০ টাকা। পীরগাছার ৯টি ইউনিয়নের ৫৪ হাজার ৭শ৩ জনকে দুই কোটি ৫৬ লাখ ১৬ হাজার ৩শ৫০ টাকা, দেয়া হবে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান জানান, প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার অসহায়-দুস্থদের তালিকা তৈরির নির্দেশ দেয়া হয়েছে। এবারই প্রথম ভিজিএফ কার্ডে ছবি ব্যবহার করা হবে। যাতে একজনের টাকা অন্যজন তুলতে না পারে। আগামি বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মেয়রদের কাছে টাকা পৌঁছে দেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments