শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাচৌহালীতে যমুনায় অবৈধ বালু উত্তোলন, ৪ ব্যবসায়ীর জরিমানা

চৌহালীতে যমুনায় অবৈধ বালু উত্তোলন, ৪ ব্যবসায়ীর জরিমানা

মারুফা মির্জা: সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও সরকারি জায়গায় বালু মজুদ করণের দায়ে সিরাজগঞ্জের চৌহালীতে ৪ বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অভিযান চলাকালে জব্ধ করা হয়েছে প্রায় ২০ লাখ টাকা মুল্যের বালু। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের জোতপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফসানা ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অর্থদন্ডপ্রাপ্ত হলো বালু ব্যবসায়ীরা ওই এলাকার জাহাঙ্গীর হোসেন, মাহাবুব আলী, শুকুর আলী ও ফখরুল ইসলাম ফকু। একই সাথে তখন এক বালু শ্রমিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চৌহালী উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আলতাফ হোসেন জানান, জোতপাড়া বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় যমুনা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল স্থানীয় একটি চক্র। বৃহস্পতিবার দুপুরে সেখানে উপজেলা নিবৃাহী অফিসার আফসানা ইয়াসমিনের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় বালু উত্তোলনে জড়িত চারজনকে এবং একজন শ্রমিককে আটক করে তাদের উল্লেখিত টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। এছাড়া সরকারি জায়গায় বালু রাখার দায়ে প্রায় ৫ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়। যার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments