শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলামে দিবসে রংপুরে কর্মহীন ৩শ পরিবহন শ্রমিকের হাতে মানবিক সহায়তা তুলে দিলেন...

মে দিবসে রংপুরে কর্মহীন ৩শ পরিবহন শ্রমিকের হাতে মানবিক সহায়তা তুলে দিলেন জেলা প্রশাসন

জয়নাল আবেদীন : মে দিবসের দ্বিতীয় প্রহরে বিভাগীয় নগরি রংপুরে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ৩শ পরিবহন শ্রমিকের হাতে মানবিক সহায়তা তুলে দিলেন জেলা প্রশাসন । বিকেল ৩ টায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে করোনাকালীন সময়ে কর্মহীন অবস্থায় থাকা পরিবহন শ্রমিকদের মাঝে এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। এ বিষয়ে রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান বলেন, "করোনা ভাইরাসের কারণে খেটে খাওয়া অনেক মানুষ বেকার হয়ে পরেছেন, জীবিকা হারিয়েছেন। এতে করে অনেকে খাদ্য অভাবে রয়েছেন। এই মহামারিতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নিয়ে রংপুর জেলা প্রশাসন অসহায় কর্মহীনদের পাশে রয়েছে।জেলা প্রশাসক আরও জানান, "গণপরিবহনের শ্রমিক ছাড়াও অন্যান্য কর্মহীন পেশাজীবিদের মাঝেও মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন খিলি পান দোকানী ও তাদের পরিবারের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিয়েছে রংপুর জেলা প্রশাসন। সকাল ১১ টায় রংপুর জেলা স্কুল প্রাঙ্গণে এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। করোনাকালীন সময়ে কর্মহীন অবস্থায় থাকা খিলি পান দোকানীদের মাঝে এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। ১শ খিলি পান দোকানীকে ৫০০ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়। এর আগে অস্বচ্ছল, দরিদ্র ও ভাসমান ৫শতাধিক মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে রংপুর জেলা প্রশাসন। রংপুর মহানগরীর হনুমানতলা, আলমনগর বস্তিসহ বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার বিতরণ কার্যক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রব্বানীসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউট সদস্যগণ এ কার্যক্রমে সহযোগিতা করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments