শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাবাবুগঞ্জে ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু

বাবুগঞ্জে ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু

রেদোয়ান​ হোসেন: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গাছে আটকে যাওয়া ঘুড়ি নামাতে গিয়ে সপ্তম শ্রেনীর ছাত্রের ইলেকট্রিক শকে মৃত্যু ঘটছে। গত বুধবার সন্ধ্যা ৬টায় আহত রাজিব(১৪)ঢাকা বার্ডেম হাসপাতালে ভর্তি করা হয় পাচ দিন মৃত্যুর সাথে লড়াই করে ১৭ মে মৃত্যু বরন করেন।
১৩ মে সকাল ১১টায় গাছে আটকে যাওয়া ঘুড়ি নামাতে গিয়ে সপ্তম শ্রেনীর ছাত্র রাজিব ইলেকট্রিক শকে গুরত্বর আহত হয়।​ তাকে উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরন করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রহমতপুর আলীর ইটভাটা সংলগ্ন স্থানে। রাজিব পূর্ব রহমত পুর এলাকার মুজাহার হাওলাদারের ছোট ছেলে।
সে মোহনগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র।
তাকে মঙ্গলবার সকাল ৯টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তার বড় ভাই মন্টু হাওলাদার বলেন, রাজিবের শরীরের ৫০% পুড়ে যাওয়ায়​ ঢাকা বার্ডেম হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments