শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাসাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে শাহজাদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে শাহজাদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বিমল কুন্ডু: প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বুধবার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। শাহজাদপুর প্রেস ক্লাব এ কর্মসূচির আয়োজন করে। এদিন সকাল ১১ টায় থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রেস ক্লাব সংলগ্ন সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপি মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক আবুল কাশেম, এম.এ জাফর লিটন, সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির, ওমর ফারুক, মুমীদুজ্জামান জাহান, হাসানুজ্জামান তুহিন, সাগর বসাক, আল-আমিন হোসেন, জহুরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতবাজ কর্মকর্তারা ষড়যন্ত্রমূলকভাবে রোজিনা ইসলাকে সাড়ে ৫ ঘন্টা আটকে রেখে হেনস্তা ও শারিরীক নির্যাতন করে। বক্তরা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। সেই সাথে বক্তরা সাংবাদিক রোজিনা ইসলামের নির্যাতনের ঘটনায় জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগমসহ সকল কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী’র হস্তক্ষেপ কামনা করা হয়। ওই দুর্নীতিবাজ আমলারা নিজেদের স্বার্থ রক্ষায় সরকার ও গণমাধ্যমকর্মীদের মুখোমুখি দাঁড় করিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কোটি কোটি টাকার দুর্নীতির খবর পত্রিকায় প্রকাশ করার কারণেই পূর্ব পরিকল্পিতভাবে সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে বক্তরা উল্লেখ করেন। বক্তারা আরও বলেন, কতিপয় দুর্নীতিবাজ আমলাদের কারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়নমূলক কর্মকান্ড ও সুনাম ম্লান হতে চলেছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শাহজাদপুরে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments