শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাযমুনায় নৌকা ঘাটে যাত্রিদের চাপ, কর্মস্থলে ফিরছে হাজারো মানুষ

যমুনায় নৌকা ঘাটে যাত্রিদের চাপ, কর্মস্থলে ফিরছে হাজারো মানুষ

আব্দুল লতিফ তালুকদার: ঈদের ছুটি কাটিয়ে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরতে শুরু করেছে শ্রমজীবী মানুষ। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানী ঢাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছে যমুনার ওপারসহ চরাঞ্চলের মানুষ। এতে যমুনা নদীতে নৌকাযোগে যাত্রীদের চাপ দেখা দিয়েছে। বঙ্গবন্ধুসেতু দিয়ে যাত্রাবাহী বাস ও ট্রাক যোগে চললেও অনেক যাত্রিরা বিকল্প যাতায়াতের নিরাপদ রাস্তা বেছে নিয়েছে যমুনা নদী। সিরাজগঞ্জের মতিন সাহেবের ঘাট থেকে নৌকা যোগে ঢাকামুখী হাজারো মানুষ টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী নৌকা ঘাটে এসে বিভিন্ন যানবাহনযোগে ঢাকায় ফিরছে। এতে খরচও কম হচ্ছে বলে জানিয়েছেন যাত্রিরা। ঈদের পরদিন থেকে শুরু হয়ে এখনো পারাপার হচ্ছে এসব শ্রমজীবী মানুষ। এতে কোন ভোগান্তিতে পড়তে হয়নি কোন যাত্রিকে। আতিক নামে এক যাত্রি বলেন, ঈদের ছুটিতে লকডাউনের কারনে বঙ্গবন্ধুসেতু দিয়ে বাড়ি ফিরতে অনেক বিরম্ভনার শিকার হয়েছি, তাছাড়া তিন গুন বাড়তি ভাড়া দিয়ে বাড়ি ফিরতে হয়েছে। নদী দিয়ে অল্প খরচেই পারাপার হতে পেরেছি। গোবিন্দাসী ঘাট নৌকা মালিক সমিতির সভাপতি জুলহাস আকন্দ জানান, এবারের ঈদে অনেক যাত্রি নৌকা যোগে সিরাজগঞ্জে ও চরাঞ্চলে পারাপার হয়েছে, তবে গতবছর এবারের চেয়েও বেশি যাত্রীর চাপ ছিল। যাত্রিদের কাছ থেকে জনপ্রতি পঞ্চাশ টাকা ভাড়া নেয়া হয়েছে। অতিরিক্ত কোন ভাড়া নেয়া হয়নি। গোবিন্দাসী ঘাট থেকে সিরাজগঞ্জে প্রতিদিন একটি করে নৌকা চলাচল করে। যাত্রির চাপ বেশি থাকলে একাধিক নৌকা চলে। ক্যাপশন ঃ ছবিটি ভূঞাপুরের গোবিন্দাসী নৌকা ঘাট থেকে তোলা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments