বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় এখন ওরা দলবেধে আসছে ধান কাটতে

উল্লাপাড়ায় এখন ওরা দলবেধে আসছে ধান কাটতে

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এখন দক্ষিণ – পশ্চিমাঞ্চলের আবাদী মাঠগুলোয় বোরো ধান কাটা শুরু হয়েছে। মাঠের ধান কাটায় দিনমজুরদের চাহিদা বেড়েছে। দিন যেতেই চাহিদা আরো বাড়ছে। বিগত বছরগুলোর মতো এবারেও ধান ফসল কাটতে বিভিন্ন এলাকা থেকে দিনমজুরেরা দলবেধে আসছে। এরা কাজিপুর, রায়গঞ্জ, সিংড়া, নন্দীগ্রামসহ আরো বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছে। জানা গেছে ওইসব এলাকায় ধান কাটা শেষ হওয়ায় এখন মাঠে তেমন কাজ নেই। গৃহস্থদের কাছে দিনমজুরদের চাহিদা নেই। এদিকে উল্লাপাড়া উপজেলার দক্ষিণ- পশ্চিমাঞ্চলের মোহনপুর , উধুনিয়া , বড় পাঙ্গাসী ইউনিয়ন এলাকার মাঠগুলোয় ঈদের এক – দ্#ু৩৯;দিন পর থেকেই ধান কাটা শুরু হয়েছে। প্রতি বছর বিভিন্ন এলাকা থেকে ইউনিয়ন চারটি এলাকায় ধান কাটতে বাইরের দিনমজুরেরা আসে। এবারেও আসতে শুরু করছে। কাজিপুর এলাকা থেকে বারোজনের একটি দল এসেছে ধান কাটতে। প্রতিবেদককে জানায় তাদের এলাকায় ধান কাটা শেষ হয়েছে। এখন মজুরী বেচতে উল্লাপাড়া এলাকায় এসেছে। মোহনপুর ইউনিয়ন এলাকায় যাচ্ছে । উধুনিয়া ইউনিয়নের কৃষক জাহিদসহ বিভিন্ন এলাকার আরো কজন গৃহস্থ জানায় তাদের এলাকায় প্রতি বছরই ধান কাটতে বাইরের দিনমজুরেরা দলবেধে আসে। এরা গৃহস্থ বাড়ীতে থেকেই ধান কাটা শেষ করে মজুরীর টাকা নিয়ে বাড়ী ফিরে যায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments