শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ৭৪ বোতল ফেনসিডিলসহ শিক্ষক গ্রেফতার

রংপুরে ৭৪ বোতল ফেনসিডিলসহ শিক্ষক গ্রেফতার

জয়নাল আবেদীন: রংপুরের গঙ্গাচড়ায় মাদকদ্রব্য পরিবহনের সময় এক শিক্ষকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।গ্রেফতাররা হলেন- রংপুর নগরীর কেরানীপাড়ার ফনি ভূষণ বোসের ছেলে দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক শুভেন্দু বোস (৪২), ধাপ হাজীপাড়ার রইচ উদ্দিনের ছেলে গাড়িচালক রবিউল ইসলাম (৩৫), হারাগাছ চওড়ারহাটের হবিবার রহমানের ছেলে জাহাঙ্গীর আলম সিরাজ (৩৫)।শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলার সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম।তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর তিস্তা শেখ হাসিনা সড়ক সেতুর কাছে অভিযান চালানো হয়। এসময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়। সেখান থেকে ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও কারবারের সঙ্গে জড়িত। নিকটবর্তী লালমনিরহাট জেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে প্রাইভেটকারে মাদক বহন করে রংপুরের ধাপ মেডিকেল মোড় এলাকাসহ বিভিন্ন স্পটে বিক্রি করে আসছে। আশরাফুল আলম বলেন, এঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গঙ্গাচড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাদী হয়ে মামলাটি করেছেন। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments