বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাআগামীকাল কলাপাড়ায় নির্মিত মুজিব কিল্লার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল কলাপাড়ায় নির্মিত মুজিব কিল্লার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত মুজিব কিল্লার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ মে রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে গনভবন থেকে । ইতিমধ্যে মুজিব কিল্লার সকল কাজ সম্পন্ন হয়েছে বলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক নিশ্চিত করেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে থেকে জানা গেছে, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭২ সালে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ও বন্যার হাত থেকে জানমাল রক্ষার্থে অনেকগুলো মাটির কিল্লা নির্মাণ করা হয়। তখন থেকেই এগুলো ‘মুজিব কিল্লা’ নামেই এলাকার মানুষের কাছে পরিচিত। কিন্তু দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে নির্মিত সেই কিল্লাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কিল্লার সংস্কার ও উন্নয়নের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় ‘মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্প গ্রহন করেছে। ওই প্রকল্পের আওতায় কলাপাড়া উপজেলায় ২০টি মুজিব কিল্লা নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে ২টি কিল্লার নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি ১১টি কিল্লার কাজ চলমান রয়েছে। এ ছাড়া আরও ৭টি কিল্লার দরপত্র আহবান প্রক্রিয়াধীন রয়েছে বলে সূত্রটি উল্লেখ করেন । মুজিব কিল্লা নির্মাণ,সংস্কার ও উন্নয়ন প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মো. কাওসার আলম জানান, উপজেলার চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া এবং টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের কিল্লার নির্মাণ কাজ শেষ হয়েছে। ছাড়াও কক্ধসঢ়;্রবাজার জেলার চকোরিয়া উপজেলার ছৈনাম্মারঘোনা, নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর দরবেশবাজার ও চর কাজী মোকলেস মুজিব কিল্লারও উদ্বোধন হবে বলে তিনি উল্লেখ করেন। ১৬ মে মুজিব কিল্লার নির্মাণ কাজের অগ্রগতি দেখতে এসেছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক, বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, মাটির কিল্লা সংস্কার ও উন্নয়ন প্রকল্পের পিডি মো. জানে আলম, পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীসহ কর্মকর্তাবৃন্দ। সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, এ এবং বি দুই ধরণের মুজিব কিল্লা নির্মিত হচ্ছে। এ-তে ৬ হাজার বর্গফুট এবং বি-তে ৮ হাজার বর্গফুট আয়তন থাকছে। তবে এ-তে পুরো কিল্লার ওপরের এবং নিচের অংশ মিলিয়ে আয়তন হচ্ছে ৪২ হাজার ২২০ বর্গফুট। বি-তে ওপর-নিচ মিলিয়ে আয়তন হচ্ছে ৫০ হাজার ৪০০ বর্গফুট। এ-তে নির্মিত একতলা বিশিষ্ট অবকাঠামোর দৈর্ঘ্য হচ্ছে ১২০ ফুট এবং প্রস্থ হচ্ছে ৫০ ফুট। বি-তে একতলা বিশিষ্ট অবকাঠামোর দৈর্ঘ্য হচ্ছে ১৬০ ফুট এবং প্রস্থ ৫০ ফুট ৬ ইঞ্চি। প্রতিটি কিল্লার মাটি থেকে উচ্চতা রাখা হয়েছে ১১ ফুট। এ এবং বি-তে গৃহপালিত পশু রাখার জন্য ৮০ ফুট দৈর্ঘ্য এবং ৫০ ফুট প্রস্থের ‘ক্যাটেল শেড’ রাখা হয়েছে। তা ছাড়া কিল্লার ওপর নির্মিত অবকাঠামোর এক পাশে নারী এবং অপর পাশে পুরুষের থাকার জন্য নির্দিষ্ট করে জায়গা রাখা হয়েছে। সোলারসহ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা হয়েছে। মানুষজনের যাতে কষ্ট না হয়, সে জন্য কিল্লায় নির্মিত অবকাঠামোতে ১৮টি সিলিং ফ্যান লাগানো হয়েছে। এ ছাড়া প্রতিটিতে ৮টি শৌচাগার, আশ্রয়কালীন সময় রান্না করে খাওয়ার জন্য অবকাঠামোর দুই পাশে ২টি কিচেন করা হয়েছে। পানির জন্য গভীর নলকূপ বসানো হয়েছে। ছোট কিল্লার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১ লক্ষ ২০ হাজার টাকা এবং বড় কিল্লার ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১ লক্ষ ৮৩ হাজার টাকা। উপজেলার চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রামের বাসিন্দা মো.জয়নাল আবেদীন জানান, নেওয়াপাড়া গ্রামে প্রায় দুই হাজার এবং পূর্ব টিয়াখালী গ্রামে প্রায় দেড় হাজার মানুষের বসবাস। এ গ্রাম দুটিতে কোনো আশ্রয়কেন্দ্র নেই। মুজিব কিল্লা নির্মিত হওয়ায় এলাকার মানুষের অনেক উপকৃত হবে বলে তিনি উল্লেখ করেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments