শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু আর নেই

রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু আর নেই

জয়নাল আবেদীন: রংপুর প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সংগঠক সাংবাদিক রশীদ বাবু মারা গেছেন। শনিবার ভোর পাঁচটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। রশীদ বাবু মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ছোট ছেলে ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ, বড় ছেলে ইসমাইল হোসেন প্রিন্স যুমনা টেলিভিশনে রংপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিক রশীদ বাবু রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা। তিনি রংপুর প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সভাপতি ছিলেন। এছাড়াও জুম্মাপাড়া করীমিয়া নুরুল উলুম মাদ্রাসার কোষাধ্যক্ষ, নাট্য সংগঠন শিখা সংসদের প্রতিষ্ঠাতা সদস্য ও রোটারী ক্লব অব সেন্ট্রাল‘র সদস্য ছিলেন। রশীদ বাবু বেশ কয়েকবার রংপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। রশীদ বাবু ১৯৫৩ সালের ১ আগস্ট জন্মগ্রহণ করেন। চলতি বছরের মার্চে হৃদরোগে আক্রান্ত হলে তার অস্ত্রোপচার করা হয়। শনিবার ভোরে শাওয়ালের রোজা রাখতে সাহরি খেয়ে ফজরের নামাজ আদায় করেন। পরে অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। রংপুর প্রেসক্লাবের সহসভাপতি মোনাব্বর হোসেন জানান, বাদ আসর স্থানীয় জুম্মাপাড়া করীমিয়া নুরুল উলুম মাদরাসা মাঠে সাংবাদিক রশীদ বাবুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। এরআগে বিকেল ৪টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রংপুর প্রেসক্লাব চত্বরে তার মরদেহ আনা হয়। সেখানে রংপুরে কর্মরত সাংবাদিকসহ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শ্রদ্ধা জানান। এসময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, ওয়ার্কাস পার্টির সভাপতি নজরুল ইসলাম হক্কানী, জাসদ নেতা সাব্বির আহমেদ, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর সভাপতি আফজাল হোসেন, টিসিএ রংপুর শাখার সম্পাদক এহসানুল হক সুমন, মাহীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রমজান আলী,কবি রানা মাসুদ, প্রেসক্লাব সদস্য মেরিনা লাভলি রশীদ বাবু ৭০ দশকে জনপ্রিয় বিনোদন চিত্রালী পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন । এরপর দৈনিক দিনকাল, বাংলাবাজার, ঢাকার ডাকসহ বিভিন্ন পত্রিকাতে কাজ করেন। সবশেষ তিনি রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানলের নির্বাহী সম্পাদক ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ঢাকার ডাক পত্রিকার রংপুর ব্যুরো প্রধান ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ ও রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-টিসিএ, মাহিগঞ্জ প্রেসক্লাব, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ক্রিকেটার্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শোক প্রকাশ করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments