শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলামুলাদীতে সরকারি পুকুরের জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

মুলাদীতে সরকারি পুকুরের জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে সরকারি পুকুরের জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গাছুয়া ইউনিয়নের পদ্মারহাটে সরকারি পুকুরের জমি দখল করে প্রভাবশালীরা ভবন নির্মাণ করছেন। এনিয়ে স্থানীয় ও বাজার কমিটির সদস্যদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ১৯৮২ সালে গাছুয়া ইউনিয়নের মধ্যগাছুয়া গ্রামে পদ্মারহাট স্থাপিত হয়। বাজারে কিছু সরকারি জমি থাকলেও অধিকাংশ জমি স্থানীয়দের। যারা ওই জমিতে দোকান নির্মাণ করে বাজারের পরিসর বড় করেছেন। তৎকালীন বাজার কমিটি উপজেলা ভুমি অফিস থেকে সরকারি জমি লিজ নিয়ে বিভিন্ন জনের দোকান নির্মাণ করে দেয়। বাজারে সৌন্দর্য রক্ষায় এবং মসজিদের মুসুল্লিদের স্বার্থে বাজার কমিটি পুকুর ও তৎসংলগ্ন জমি কারও নামে লিজ নেয়নি। ফলে ওই জমি খোলা অবস্থায় পড়ে থাকে। বাজার কমিটির ব্যবসায়ীরা জানান, কিছু দিন আগে সবুজ খান ও তার জামাতার ওই জমিতে নজর পরলে তার জমি দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তাঁরা বাজার কমিটিকে না জানিয়ে গোপনে ভুমি অফিস থেকে ডিসিআর কেটে জমি নিজেদের বলে দাবী করেন। কয়েক দিন আগে তারা পুকুরে পাড়ে তিন তলা ফাউ-েশন করে ভবন নির্মাণের কাজ শুরু করেন। ওই সময় বাজার কমিটি বাঁধা দিলেও দখলদাররা ডিসিআর দেখিয়ে ভবন নির্মাণের কাজ চালিয়ে যান। পদ্মারহাট বাজার কমিটির সভাপতি আঃ রশিদ জানান, বাজারে সরকারি জমিতে পুকুর রয়েছে। যা ব্যবসায়ী ও মসজিদের মুসুল্লিরা ব্যবহার করে থাকেন। চরগাছুয়া গ্রামের মৃত মেছের আলী খানের পুত্র সবুজ খান ও তার জামাতা মনির সরদার সরকারি জমি দখল করে ভবন নির্মাণ করছেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর মোহাম্মাদ হোসাইনী জানান, বিষয়টি জানার পর পরই থানা প্রশাসন ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কাজ বন্ধ করে সংশ্লিষ্টদের কাগজপত্র নিয়ে উপজেলা ভুমি অফিসে হাজির হওয়ার নির্দেশণা দেওয়া হয়েছে। এব্যাপারে সবুজ খান সরকারি জমি দখলের কথা অস্বীকার করে জানান, তিনি সরকারের কাছ থেকে ডিসিআরের মাধ্যমে জমি লীজ নিয়ে দোকান নির্মাণ করছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments