বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাচাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৬৩টি নমুনায় ৪৫ জনের করোনা পজিটিভ

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৬৩টি নমুনায় ৪৫ জনের করোনা পজিটিভ

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের হার ৭১ শতাংশ গত ২৪ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো নমুনায় চাঁপাইনবাবগঞ্জের ৪৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ৬৩টি নমুনার মধ্যে নতুন করে ৪৫ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে সদর উপজেলায় ৪৩ জন ও শিবগঞ্জে ২ জন রয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস খায়রুল আতাতুর্ক।

এর আগে শুক্রবার নমুনা পরীক্ষার কোনো ফলাফল আসেনি। এদিকে করোনা পজিটিভের হার গত বুধবার ৭৭ শতাংশ থাকলেও বৃহস্পতিবার ৩৪ শতাংশে নেমে আসে। শনিবার (২৯ মে) তা বেড়ে ৫৭ শতাংশ হয়েছে। রোববার (৩০ মে) রাতে পাওয়া প্রতিবেদনে আরও বেড়ে দাঁড়িয়েছে ৭১ শতাংশে। এ নিয়ে গত পাঁচ দিনের মধ্যে পাওয়া চার দিনের ফলাফলে মোট করোনা পজিটিভ হয়েছেন ২১৪ জন। সোমবার (৩১ মে) সকালে জেলা সিভিল সার্জন অফিস তথ্যটি নিশ্চিত করেছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ১ মার্চ থেকে রোববার (৩০ মে) রাত পর্যন্ত আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৮২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩২ জন। সদরে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ৩০ মে পর্যন্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ২০ জন এবং গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজন রোগী ভর্তি হয়েছেন। রোববার রাত পর্যন্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩০২ জন।

জেলায় বর্তমানে ৬৬৯ জন পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৩৬৮, শিবগঞ্জে ১২৮, গোমস্তাপুরে ৯০, নাচোলে ৭০ ও ভোলাহাটের ১৩ জন রয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৯ জন এবং গত ২৪ ঘন্টায় কেউ সুস্থ হয়নি। ৭৫ জনের নমুনা পরীক্ষার পর তার ফলাফল পাওয়া যায়নি।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রোববার (৩০ মে) পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৭৩৬ জনের। তার মধ্যে নেগেটিভ এসেছে ৮ হাজার ৮৪১ জনের। জেলায় সংক্রমণের হার অত্যন্ত উদ্বেগজনক।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments