বাংলাদেশ প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে ছয় বছর বয়সী জমজ দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ওই গ্রামের রাজিবুল ইসলামের জমজ মেয়ে মারুফা ও মহিমা।
পরিবার ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে মারুফা ও মহিমা বাড়ির পাশে পুকুর ধারে খেলা করছিল। এ সময় তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এদিকে দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুরে তল্লাশি চালিয়ে সেখান থেকে দু’বোনকে উদ্ধার করে হাসপতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।