শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গাইলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২, শাস্তির দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২, শাস্তির দাবিতে মানববন্ধন

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের সখীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে গণধর্ষণের ঘটনায় দুই আসামীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।গত মঙ্গলবার ১৫ জুন দুপুরে আড়াইটায় তাদেরকে আদালতে প্রেরন করা হয়। বিষয়টি টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করেছেন।

গত সোমবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে নাগরপুর ও মির্জাপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সখিপুরের বড়চালা গ্রামের প্রকাশ সরকারের ছেলে দিনা সরকার (৩০) ও মৃত নারায়ন সরকারের ছেলে মন্টু সরকার (৩২)। পুলিশ সুপার জানান, মামলার পর ডিবি পুলিশের একটি চৌকস টিম গঠন করে ৪৮ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করা হয়। বাকি আসামীকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। অপরদিকে মঙ্গলবার দুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীকে গণধর্ষণের ঘটনায় আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন ঘন্টাব্যাপি এ মানববন্ধন করে। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের যুগ্ম-আহবায়ক রতন কুমার রায় ও বিশ্বজিৎ কোচ, ঘাটাইল উপজেলার শাখার সভাপতি পরিমল চন্দ্র কোচ, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন কেন্দ্রীয় সংসদের সভাপতি জন যেত্রা প্রমুখ। বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরে অসংখ্য নারী ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু সেগুলোর অধিকাংশের যথাযথ বিচার হয়নি। সখীপুরের গণধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার হলেও একজন ধরা ছোয়ার বাইরে রয়েছে। গণধর্ষনের ঘটনার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ১০ জুন টাঙ্গাইলের সখীপুরের দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের বাজাইল বড়চালা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এক নারীকে (৫০) বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। এছাড়াও ওই নারীর শরীরের বিভিন্নস্থানে কামড়ে জখম করাও হয়েছে। আহত নারীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। রোববার ১৩ জুন বিকেলে ওই নারী বাদি হয়ে বড়চালা গ্রামের দীনা সরকার (৩৪), নারায়ন চন্দ্র সরকারের ছেলে মন্টু সরকার (৩২) এবং ময়নাল মিয়ার ছেলে সবদুল মিয়াকে (৩৮) আসামি করে সখীপুর থানায় মামলা করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments