শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাচাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দফায় ২ হাজার ৬১৯ গৃহহীন পরিবারের জন্য গৃহ উদ্বোধন করেছেন...

চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দফায় ২ হাজার ৬১৯ গৃহহীন পরিবারের জন্য গৃহ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ফেরদৌস সিহানুক শান্ত: মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় দ্বিতীয় দফায় ২ হাজার ৬১৯ গৃহহীন অসহায় পরিবারের বসবাসের জন্য গৃহ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

রোববার (২০ জুন) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ভূমিহীন গৃহহীন বিধবা অসহায় বয়স্ক দুঃস্থ এবং প্রতিবন্ধী মানুষদের মাঝে জমির দলিলসহ গৃহের চাবি ১ হাজার ৭ টি গৃহ হস্তাতান্তর করা হয়।

জেলা প্রশাসনের সুত্রে জানা যায়; চাঁপাইনবাবগঞ্জ জেলায় দ্বিতীয় দফায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৩০৮ টি। শিবগঞ্জ উপজেলায় ১০০টি। গোমস্তাপুর উপজেলায় ৩০০টি। নাচোল উপজেলায় ৩০০টি। ভোলাহাট উপজোলায় ৪১১টি , মোট ১৪১৯ টি গৃহ বরাদ্দ পাওয়া গেছে। তার মধ্যে থেকে ১০৭০ টি গৃহ নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। সেগুলো আজ প্রদান করা হয়েছে।

আরও জানা যায়; দ্বিতীয় পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১২০০টি অতিরিক্ত গৃহের বরাদ্দ পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ২০০টি। শিবগঞ্জ উপজেলায় ২০০টি। গোমস্তাপুর উপজেলায় ২০০টি। নাচোল উপজেলায় ২০০টি ও ভোলাহাট উপজেলায় ৪০০টি গৃহের উপ-বরাদ্দ প্রদান করা হয়েছে। এ গৃহগুলোর নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। নির্মাণকাজ শেষে প্রকৃত মালিকের কাছে গৃহগুলো প্রদান করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন; জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ,পুলিশ সুপার এএইচএম আঃ রকিব,সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তাজকির উজ-জামান,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ইফফাত জাহান,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ ওদুদ,সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব রুহুল আমিন প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments