শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাঈশ্বরদীতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্নের নীড়’ হস্তান্তর

ঈশ্বরদীতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্নের নীড়’ হস্তান্তর

স্বপন কুমার কুন্ডু: মুজিববর্ষ উপলে ঈশ্বরদীতে ৫০জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্নের নীড়’ হস্তান্তর করা হয়েছে। রবিবার (২০জুন) সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর জমির দলিলসহ ঘর হস্তান্তর করা হয়।

ঈশ্বরদী উপজেলা পরিষদের সমমেলন কক্ষে পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদ এবং পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিলসহ বাড়ির চাবি বুঝিয়ে দেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম.ইমরুল.কায়েস সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফরোজা আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলি, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ।

অনুষ্ঠানে সকল ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম তৌহিদ।
ঈশ্বরদীতে মুলাডুলি ইউনিয়নে ২২টি, সাঁড়া ইউনিয়নে ১১টি, দাশুড়িয়া ইউনিয়নে ৩টি, পৌরসভায় ১৪টি মোট ৫০টি পরিবারকে জমির দলিল, নামজারি খতিয়ান, ডিসিআর ও ঘর বুঝিয়ে দেওয়া হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments