মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে করোনা পরীক্ষা ছাড়া চালকদের যান চলাচলে নিষেধাজ্ঞা

জয়পুরহাটে করোনা পরীক্ষা ছাড়া চালকদের যান চলাচলে নিষেধাজ্ঞা

এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাটে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় করোনা সংক্রমন রোধে জয়পুরহাটের ৫টি পৌরসভায় চলছে কঠোর বিধিনিষেধ।

৩০ জুন পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে। সংক্রমন রোধে চালকদের করোনা পরীক্ষা ছাড়া ক্ষেতলাল পৌর এলাকায় যান চলাচল নিষেধাজ্ঞা জারী করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সিএনজি ও ইজিবাইক চালকদের বিনা মূল্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহের কাজ শুরু করে এ ঘোষনা দেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান। বিধি- নিষেধ কঠোরভাবে মেনে চলার জন্য মাঠে কাজ করছেন জেলা পুলিশ ও প্রশাসন। জেলা সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী জানান, গত২৪ ঘন্টায় জয়পুরহাটে একজনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৪ জনে। গত ২৪ ঘন্টায় ৩৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments