শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাশাহজাদপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ

শাহজাদপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ

বিমল কুন্ডু: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসভার ২০২১- ২০২২ অর্থ বছরের জন্য ৫৮ কোটি ২৮ লক্ষ ১৭ হাজার ৭৪৯ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পৌরসভার হলরুমে এ বাজেট পেশ করেন পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী।

প্রস্তাবিত বাজেটে সর্বমোট আয় দেখানো হয়েছ ৫৮ কোটি ২৮ লক্ষ ১৭ হাজার ৭৪৯ টাকা। অন্যদিকে সর্বমোট ব্যয় দেখানো হয়েছে ৫৭ কোটি ৫ লক্ষ ৬৪ হাজার ৫০০ টাকা। পেশকৃত বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ কোটি ২২ লক্ষ ৫৩ হাজার ২৪৯ টাকা। প্রস্তাবিত বাজেটে হোল্ডিং ট্যাক্স বাবদ ২ কোটি ৭ লক্ষ ৮ হাজার টাকা, হাট-বাজার ইজারা বাবদ ১ কোটি টাকা, সরকারি অনুদান ( উন্নয়ন) খাতে ২ কোটি ৪৩ লক্ষ টাকা ও প্রকল্প খাতে ( উন্নয়ন) বাবদ ৩৮ কোটি ৪৭ লক্ষ ৪৯ হাজার ৪০০ টাকা আয় দেখানো হয়েছে। অপরদিকে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বাবদ ২ কোটি ৯৯ লক্ষ ৫৫ হাজার ৪০০ টাকা, অফিস কন্টিজেন্সি ও অন্যান্য বাবদ ১ কোটি ৭০ লক্ষ ৮৯ হাজার ১০০ টাকা, সরকারি অনুদানের উন্নয়ন ২ কোটি ৩৬ লক্ষ টাকা ও প্রকল্প খাতে উন্নয়ন বাবদ ৪৯ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যয় দেখানো হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র তরু লোদী জানান, প্রস্তাবিত বাজেটে নতুন কোন কর আরোপ করা হয়নি। বাজেট সভায় পৌরসভার সচিব মনসুর আলম, হিসাবরক্ষক আনিছুর রহমান, অর্থ বিষয়ক স্থায়ী কমিটির আহবায়ক ও কাউন্সিলর তৌহিদুর রহমান এপোলো সহ সকল কাউন্সিলর, সাংবাদিক, বনিক সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments