শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে ৫৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা

বাউফলে ৫৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা

অতুল পাল: পটুয়াখালীর বাউফলে লকডাউনের দ্বিতীয় দিনে বিধিনিষেধ অমান্য করা ৫৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২৯ হাজার ৯১০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার দুপুর একটা পর্যন্ত বাউফলের উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালির নেতৃত্বে পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা করেন। মাস্ক- গাড়-ি, দোকান- কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় ৩৭ ব্যাক্তিকে ১৮ হাজার ৯৫০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন এবং মহামারি করোনার বিধিনিষেধ অমান্য করায় কয়েকটি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৯৬০ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালি। এদিকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের একাধিক চেক পোষ্ট বসানো হয়েছে। কঠোর লকডাউন বাস্তবায়ণে সেনাবাহিনী জনসচেতনার কার্যক্রম অব্যাহত রাখতে বিভিন্ন হাট-বাজারে তাদের টহল অব্যহত রেখেছে। এদিকে সরেজমিন দেখা গেছে, উপজেলার বিভিন্ন হাটবাজারে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে অনেক বেশি দোকানপাট খোলা রয়েছে এবং সাধারন মানুষ, মটরসাইকেল, রিক্সা এবং সিএনজিসহ হালকা ধরণের গাড়ি বেশি চলাচল করছে। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দোকানদাররা রাস্তার মোরে মোরে তাদের লোক বসিয়ে রেখেছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী দলকে দেখেলেই তারা মোবাইলের মাধ্যমে দোকানদারদের জানিয়ে দেন এবং তৎক্ষণাৎ দোকানের শার্টার বন্ধ করে দেয়া হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী দল চলে গেলে আবার দোকান খুলে বেচা-কেনা করছেন। সাধারন মানুষ করোনাকে তুচ্ছ-তাচ্ছিল্য ভেবে হাট বাজারে চলাফেরা করছে। এরফলে করোনা মহামারি আরো ভয়ঙ্কর রুপ নিতে পারে বলে বাউফলের সচেতন নাগরিকরা মনে করছেন। বাউফলে করোনায় আক্রান্ত হয়ে নার্স সহ ৯ জন হাসপাতাল ও হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments