শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাকক্সবাজারে ২দিনে ৩৯০ জনকে ২লাখ ৭৮ হাজার টাকা জরিমানা

কক্সবাজারে ২দিনে ৩৯০ জনকে ২লাখ ৭৮ হাজার টাকা জরিমানা

কায়সার হামিদ মানিক: কক্সবাজারে কঠোর লকডাউন বাস্তবায়নে আজ শনিবার ৩ জুলাই তৃতীয় দিনের মত সকাল থেকেই মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। গত ২দিনে ৩৯০ জনকে ২লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করেছে প্রয়াসন। কক্সবাজার শহরে জরুরি পরিসেবায় নিয়োজিত সরকারি এবং বিভিন্ন বেসরকারি সংস্থার যানবাহন ছাড়া অন্য কোন ধরনের যানবাহন চলাচল করত দেয়া হয়নি। কঠোর লকডাউন কার্যকর করতে শহরের মোড়ে মোড়ে সেনাবাহিনী ও বিজিবি অবস্থান নিয়েছে। এছাড়া পুলিশ, র‌্যাব সার্বক্ষণিক সড়ক ও মহাসড়কে চেকপোস্ট বসিয়ে লকডাউন কার্যকর করছে।

কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, আজ তৃতীয় দিনও সকাল থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেটগনকে সাথে নিয়ে লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছে। এছাড়া ৩৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটগন মোবাইল কোর্ট পরিচালনা করছে।

কঠোর লকডাউনে কক্সবাজার জেলায় স্বাস্থ্য বিধি না মানায় দুই দিনে ৩৯০ জনকে ২ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কক্সবাজার শহরে প্রধান প্রধান মার্কেট ও দোকান পাট বন্ধ রয়েছে। তবে ওষুধের দোকান, মুদির দোকান সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ জানিয়েছেন, কক্সবাজার জেলায় ও বিভিন্ন পর্যটন স্পটে লকডাউন কার্যকর করতে প্রশাসন ও পুলিশ সর্বোচ্চ কাজ করছে। লকডাউন কার্যকর করতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় মাঠে থাকছে সেনাবাহিনী ও বিজিবি।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও লকডাউন কঠোর ভাবে কার্যকর করা হয়েছে। কক্সবাজার শহরে কঠোর লকডাউন কার্যকর ও স্বাস্থ্য বিধি মানতে প্রচারণা চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসনের পাচটি টিম। দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের মোবাইল টিম বিভিন্ন বাজারে অভিযান অব্যাহত রেখেছে। জেলায় ৩৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটগন সার্বক্ষনিক মাঠে রয়েছে।

কক্সবাজার-চট্টগ্রাম ও কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সহ বিভিন্ন রোডে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ রাখতে জেলা পুলিশের নেতৃত্বে ট্রাফিক পুলিশ ৮টি পয়েন্টে তৎপরতা চালিয়ে যাচ্ছে। অপরদিকে জেলার ৮ উপজেলায় কঠোর লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। উপজেলা পর্যায়ে সেনাবাহিনী ও বিজিবি লকডাউন কার্যকর করতে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে মাঠে রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments