শফিকুল ইসলাম: জয়পুরহাটের পাঁচবিবির ভুতগাড়ীতে আলু ভর্তি ট্রাকে করে ফেন্সিডিল ঢাকা নেওয়ার পথে বিপুল পরিমাণ ফেন্সডিলসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ।
জয়পুরহাট সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার শহীদ সোহরাওয়ার্দী জানান, শুক্রবার গভীর রাতে জেলার পাঁচবিবি উপজেলার শালুট্রি আলুর কোল্ড স্টোরেজ থেকে কা্র্টুন করে বিদেশে আলু পাঠানোর নামে ফেন্সডিল পাচার করতো। এমন গোপন সংবাদরে ভিত্তিতে শনিবার রাতে পাঁচবিবি ঢাকা বাইপাস সড়কের ভুতগাড়ীতে পিকআপটি থামিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সডিলসহ শাকিল ও সুজন নামে দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আজ শনিবার দুপুরে পাঁচবিবি থানায় সোপর্দ করেন।