বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে ২ খাসি মেসি-নেইমারের দাম সাড়ে ৫ লাখ

ভূঞাপুরে ২ খাসি মেসি-নেইমারের দাম সাড়ে ৫ লাখ

আব্দুল লতিফ তালুকদার: আর মাত্র ক’দিন পরেই কোরবানির ঈদ। ছেড়েছে লকডাউনও। জমে উঠতে শুরু করেছে পশুর হাট। পশুর দামও চড়া যাচ্ছে। টাঙ্গাইলের ভূঞাপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম গোবিন্দাসী পশুর হাট।

আজ বৃহস্পতিবার হাটে তোলা রাজস্থান হারিয়ানা কালো রঙের আকর্ষনীয় ও শুশ্রী দুটি খাসির দাম হাকা হয়েছে সাড়ে ৫ লাখ টাকা। খাসি দুটির নাম রাখা হয়েছে হালের ক্রেজ মেসি-নেইমার। খাসি দুটির মালিক পশু ব্যবসায়ী মো. শাহীনুল ইসলাম জানান, আমার খাশির মতো এতো বড় খাসি জেলায় নাই। তিন বছর ধরে অতিযতœসহকারে লালন পালন করে বড় করেছি মেসি-নেইমারকে। দেশীয় উপকরণ খৈল, ভুট্টা, ভুষি খাদ্য খাইয়ে বড় করেছি। খাসি দুটির ওজন প্রায় ১৮০ কেজি হবে। দাম চাচ্ছি সাড়ে ৫ লাখ টাকা। ক্রেতারা দাম করতেছে। তবে সাড়ে ৪ লাখ টাকা হলে বিক্রি করবো। ছাগল দুটি দেখতে হাটে ভীর জমাচ্ছে শতশত লোক। টাঙ্গাইলের ক্রেতা সিরাজ বলেন, খাসি মেসি- নেইমারকে দেখে পছন্দ হয়েছে। তবে দাম একটু বেশি। আড়াই লাখ টাকা হলে কিনতে পারতাম। স্থানীয়রা বলেন, খাসি দুটি দেখতে অসাধারণ। এরকম খাসি এর আগে কোনদিন দেখি নাই। ভূঞাপুর উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ স্বপন দেবনাথ জানান, খাসি দুটি ক্রসজাতের। সাধারণত এগুলো মাংসের জন্য পালন করা হয়। অল্পসময়ে দ্রুত বর্ধন হয়, লাভও বেশি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments