শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসুন্দরগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

সুন্দরগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধা সুন্দরগঞ্জে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রবিবার যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচীর মধ্যে বঙ্গবন্ধু’র ম্যূরালে শ্রদ্ধাঞ্জলী অপর্ণ, শোক র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আফরুজা বারী। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার। বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল আলম সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর সিরাজুল ইসলাম, এমদাদুল হক বাবলু, উপজেলা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এছাড়া, উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে ত্রাণ সামগ্রী বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা আ’লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আফরুজা বারী। এতে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের যুগ্ম-আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল্লাহ আল মামুন, আহসান আজিজ সরদার, রেজাউল আলম রেজা, হাফিজা বেগম কাকলী, আ’লীগ নেতা এটিএম মাসুদুল আলম চঞ্চল, সেচ্ছাসেবলীগের আহ্বয়াক আশিকুজ্জামান তুহিন, যুগ্ম-আহ্বায়ক প্রভাষক আব্দুল্লাহ আল মেহেদী রাসেলসহ উপজেলা আ’লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। এদিকে, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে সকালে পার্টির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments