বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলারংপুরের মিঠাপুকুরে শোকের মাসে বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ

রংপুরের মিঠাপুকুরে শোকের মাসে বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ

জয়নাল আবেদীন: রংপুরের মিঠাপুকুরে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে ওজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে পাঁচ শতাধিক ফলজ,বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেছেন জেলা আওয়ামীলীগ নেতা মোতাহার হোসেন মন্ডল মওলা।

বেলা ১২ টার দিকে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দের শালমারি স্কুল মাঠে তিন ইউনিয়নের শিশুদের মাঝে এ চারা বিতরণ করেন তিনি।এর আগে স্কুল মাঠে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। চারা গাছ বিতরণ অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা মোতাহার হোসেন মন্ডল মওলা বলেন,সারা দেশে একসঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্ভাবকও ছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্যস্বাধীন বাংলাদেশের পরিবেশ রক্ষাসহ সোনার বাংলায় রূপান্তরের জন্য সকল কর্মকাণ্ডের সূচনা করেছিলেন।১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মওলা আরও বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন। জাতি তাঁর ঋণ কোনো দিন শোধ করতে পারবে না। জাতির পিতার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও পরম দৃঢ়তায় পিতার অসমাপ্ত কাজ ও আদর্শ বাস্তবায়ন করে বিশ্বের দরবারে দেশকে একটি রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments