বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় ২১ আগষ্ট গ্রেনেড হামলার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন এমপি প্রিন্স

পাবনায় ২১ আগষ্ট গ্রেনেড হামলার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন এমপি প্রিন্স

কামাল সিদ্দিকী: ২০০৪ সালে ২১ শে আগষ্ট বঙ্গবন্ধ এভিনিউতে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী জনসভায় গ্রেনেড হামলা কেন্দ্রীয় মহিলা আ.লীগের সভানেত্রী সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের সহধর্মিনী আইভি রহমানসহ ২৪ জন নেতা নিহত ২৪ নেতা-কর্মিকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে।

২১ শে আগষ্ট স্মরণে প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে পাবনা জেলা আ.লীগ কার্যালয়ে আইভি রহমানসহ সকল শহীদের প্রতি পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এ সময় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টির পর থেকে ষড়যন্ত্র থেমে নেই। সংগঠনকে বাঁচাতে জাতির পিতা যেভাবে সংগঠন ও নেতাকর্মীদের রক্ষা করেছেন। তেমনই ভাবে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগঠন রক্ষায় নিজের জীবন দিতেও দ্বিধাবোধ করেননা। একাধিকবার তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। যে কোন ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকতে থাকার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাজাহান মামুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম রবি, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন আলী খান রেজা মামুন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এপ্রিল, সদস্য কামরুজ্জামান রকি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট, জেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা সরদার স্বপন আহমেদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, পৌর স্বেচ্চাসেবক লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বিক্কুল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাবিবুর রহমান রিংকু, দপ্তর সম্পাদক আদনান আল মাহফুজ চমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাহাত হোসেন পল্লব, অ্যাডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অন্তু, স্বেচ্চাসেবক লীগের নেতা রাজিব প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments