ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জে নেসকো কর্তৃক প্রি-পেইড মিটার প্রতিস্থাপনের প্রতিবাদে ও সব এলাকায় গণশুনানীর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ নাগিরক কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, নাগরিক কমিটির আহবায়ক সৈয়দ আহমেদ বাদশা, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, যুবলীগ নেতা লেনিন প্রমাণিক, শহানেওয়াজ দুলাল, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, জেলা সিপিবি সভাপতি এ্যাডভোকেট এবিএম সাইদুর রহমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ধনঞ্জয় চ্যাটার্জি, সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা, মুকুল হোসেন, মোঃ জারজিস প্রমূখ।

বক্তাগণ হুশিয়ারি দিয়ে বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় যে কোন মূল্যে প্রি-পেইড মিটার প্রতিস্থাপন প্রতিহত করা হবে। এছাড়া এবিষয়ে সব এলাকায় গণশুনানীর দাবি জানানো হয়।
মানববন্ধনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

আরও পড়ুন  অন্যায়কারীদের কাছে অসহায় সাধারণ কৃষক, ১৪৪ ধারা ভঙ্গ করে চলছে পুকুর খনন
Previous articleনোয়াখালীতে বান্ধবীর জন্ম দিনের অনুষ্ঠানে গিয়ে ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী
Next articleসোনারগাঁওয়ে অপরিকল্পিত ড্রেজিংয়ে কৃষি জমি নদীগর্ভে
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।