বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাআরিফ মাহমুদ ডিগ্রি কলেজে মতবিনিময় সভা

আরিফ মাহমুদ ডিগ্রি কলেজে মতবিনিময় সভা

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে আরিফ মাহমুদ ডিগ্রি কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় কলেজ মিলনায়তনে গভর্নিং বডির সদস্য ও শিক্ষকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও নিবন্ধক (অতিরিক্ত সচিব) ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর মোহাম্মদ হোসাইনী, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মতিউর রহমান, কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মুলাদী থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নূরুল ইসলাম, কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস, আরিফ মাহমুদ ডিগ্রি কলেজের গভনিং বডির সদস্য আলহাজ্ব মোসলেম উদ্দীন সিকদার, উপাধ্যক্ষ মনির হোসেন, সহকারী অধ্যাপক মো. নেছার উদ্দীন, সহকারী অধ্যাপক আলহাজ্ব মো. জহিরুল ইসলাম, কলেজের প্রতিষ্ঠাতা আরিফ মাহমুদের ছোট ভাই আনিস মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মো. দোলোয়ার হোসেন রাড়ীসহ কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ।

সভায় ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস বলেন, বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে গোটা বিশ্ব ক্ষতিগ্রস্থ হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে শিক্ষার্থীরা। সরকার অ্যাসাইনমেন্ট ও অনলাইনের মাধ্যমে শিক্ষার ক্ষতি কিছুটা পূরনের চেষ্টা চালাচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পরিশ্রম করতে হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments