শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাকেন্দুয়ায় প্রতিটি মাঠ জুড়ে কৃষকের সবুজ স্বপ্ন

কেন্দুয়ায় প্রতিটি মাঠ জুড়ে কৃষকের সবুজ স্বপ্ন

হুমায়ুন কবির: কৃষকের সবুজ স্বপ্নে ছেঁয়ে গেছে মাঠ। সুফলা সুজলা শস্য শ্যামলায় মাঠ জুড়ে সবুজের সমারহ। চোখ যতদূর যায় দৃষ্টি জুড়ে এখন সবুজ ধানের প্রান্তর। প্রতিটি মাঠ এখন কৃষকের সবুজ স্বপ্ন।

নেত্রকোনা জেলা খাদ্য শস্য ভান্ডার হিসেবে পরিচিত। এই জেলার কেন্দুয়া উপজেলার প্রতিটি ইউনিয়নের মাঠ জুড়ে এখন সবুজের সমারোহ। যে দিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। সবুজের সমারোহে চোখ জুড়িয়ে যায়।
রোপা-আমন ধানের ভালো ফলনের আশায় কৃষকের মুখে এখন হাসি।

উপজেলা কৃষি অফিস সুত্র মতে, চলতি রোপা-আমন মৌসুমে উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ২০হাজার ৩শত ৫০ হেক্ট্রর জমিতে রোপা-আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের তুলনায় ১০হেক্ট্রর চাষের জমি বেশি লক্ষ্য মাত্রা।

এদিকে স্থানীয় কৃষক ও কৃষি অফিস বলছেন,উপজেলার কয়েকটি ইউনিয়নের কিছু এলাকা বন্যাদুর্গত হওয়ায় এখনও পানি নামতে দেড়ি হচ্ছে। তাই রোপা-আমন চাষে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে পানি নেমে যাওয়ার সাথে সাথে ওই এলাকায় রোপা-আমন চাষ করা হবে।

এ ব্যাপারে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চাঁন মিয়া, চিরাং ইউনিয়নের কাজল মিয়া, রোয়াইবাড়ি ইউনিয়নের রফিকুল ইসলাম, নওপাড়া ইউনিয়নের জিতন মিয়া,কান্দিউড়া ইউনিয়নের হিরন মিয়া বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার আমরা অধিকহারে আমন ধান চাষ করেছি। আশা করছি, এবার আমন ধানে বাম্পার ফলন হবে। তাছাড়া বাজারে ধানের দাম ভালো পাওয়া যাচ্ছে। তাই আমাদের ধান চাষের আগ্রহ বাড়ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তারিক আজিজ বলেন, রোপা-আমন ধান চাষে কৃষকরা যাতে লাভবান হতে পারেন। এ জন্য আমরা সার্বক্ষণিক নজর রাখছি। যেখানেই সমস্যা সেখানেই আমাদের উপস্থিতি এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে। আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রতিদিন মাঠে যাচ্ছেন। কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন সমস্যা সমাধান করছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments