শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলানিখোঁজের ১৫ দিনেও সন্ধান মেলেনি মানিকের

নিখোঁজের ১৫ দিনেও সন্ধান মেলেনি মানিকের

সুজন মহিনুল: মানসিক ভারসাম্যহীন বাক প্রতিবন্ধী নিখোঁজ মানিক(২৫)এর সন্ধান চান তার পরিবার।নিখোঁজের ১৫ দিন অতিবাহিত হলেও সোমবার (৬ সেপ্টেম্বর)সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্বজনেরা।মানিক নীলফামারীর ডিমলা উপজেলা সদরের থানা পাড়ার মৃত সোলায়মান আলীর ছেলে।

এ ঘটনায় তাকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে শনিবার(৪ সেপ্টেম্বর)রাতে ডিমলা থানায় সাধারণ ডায়েরী(জিডি)নং-১৬৪ করেছেন তার বড় ভাই সুমন ইসলাম।সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়,গত মাসের ২৩শে আগস্ট সোমবার অনুমান বিকেল ৫ টার সময় বাক প্রতিবন্ধী মানিক বাড়ি থেকে ডিমলা বাজারের উদ্যেশ্যে বেড় হয়ে আর বাড়ি ফেরেনি।ঘটনার রাত থেকে তার(মানিকের)পরিবারের লোকেরা হাট-বাজার,নিকট আত্মীয়-স্বজন সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।মানিকের উচ্চতা-অনুমান ৫ ফুট ৫ ইঞ্চি, শারীরিক গঠন-মাঝারি, গায়ের রং-শ্যামলা,মুখ মন্ডল-গোলাকার,চুল-কালো ছোট,এসময় তার পড়নে ছিল-কালো রংয়ের ট্রাউজার ও নীল রংয়ের টি-শার্ট।নিখোঁজ মানিকের বড় ভাই গার্মেন্টসকর্মী সুমন বলেন, আমাদের মা-বাবা বেঁচে নেই।পরিবারের চার ভাই বোনের মধ্যে দুই বোনের বিয়ে হয়ে গেছে।

ভিটে মাটি না থাকায় ছোট ভাই মানিককে নিয়ে আমি ডিমলা থানা পাড়ায় খালার বাড়িতে থাকি।আমার ছোট ভাই মানিকের কথা অস্পষ্ট।মাথারও সমস্যা রয়েছে।তার নিখোঁজের কথা জেনে আমি ঢাকা থেকে এসে অনেক খোঁজাখুঁজি ও মাইকিং-পোষ্টারিং করেও কোথাও কোনো সন্ধান না পেয়ে থানায় জিডি করেছি।জানিনা আমার ছোট ভাই কোথায় ও কেমন আছে।যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার ভাই মানিকের সন্ধান পান তবে অবশ্যই ডিমলা পুলিশকে অথবা আমার ব্যবহৃত-০১৭৯০০৯০৮৭৯মোবাইল নম্বরে কল করে জানানোর অনুরোধ করছি। এ ছাড়াও মানিকের সন্ধান জানাতে পারেন-মহিনুল ইসলাম সুজন(সাংবাদিক)। মোবাইল নং-০১৭১৩৭২৭৯৫৫।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments